Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বিতর্কের ম্যাচ জিতে শীর্ষে বার্সেলোনা

l1
[publishpress_authors_box]

একটা সময় জয় খরায় ভুগে কক্ষচ্যুত হয়েছিল বার্সেলোনা। নেমে গিয়েছিল তিন নম্বরে। সেই বার্সাই এখন লা লিগার শীর্ষে। সোমবার হান্সি ফ্লিকের দল রায়ো ভায়েকানোকে হারিয়েছে ১-০ গোলে।

এই জয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে এখন কাতালানরা। সমান ম্যাচে ৫১ পয়েন্ট থাকলেও রিয়াল মাদ্রিদ হেড টু হেডে দুইয়ে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে আতলেতিকো। এত থেকে তিন নম্বর দলের ব্যবধান মাত্র ১ পয়েন্ট, সত্যিই লা লিগা এখন জমজমাট।

২৮ মিনিটে রবার্ট লেভানদোস্কির পেনাল্টি গোলই গড়ে দেয় ম্যাচের ব্যবধান। এই মৌসুমে লা লিগায় তার গোল এখন ২০টি, দুইয়ে থাকা কিলিয়ান এমবাপ্পের গোল ১৭টি। তবে এই পেনাল্টি পাওয়া আর প্রায় একই কারণে ভায়েকানোর দুটি পেনাল্টি না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বার্সেলোনার ইনিগো মার্তিনেসকে ভায়েকানোর এক ডিফেন্ডার জার্সি ধরে টেনে ফেলে দেওয়ায় ভিএআরে পেনাল্টি দেন রেফারি। বার্সার বক্সে একই রকম ফাউলের শিকার হয়েছিলেন ভায়েকানোর দুজন। দুবারই পেনাল্টি এড়িয়ে যান রেফারি। এমনকি ভায়েকানোর গোলও বাতিল হয় একটি।

৪৩তম মিনিটে হোর্হে দে ফ্রুতোস বল পাঠিয়েছিলেন বার্সেলোনার জালে, কিন্তু অফসাইডের কারণে গোল দেননি রেফারি। রিপ্লেতে দেখা যায় ফ্রুতোস তখন অফসাইডে ছিলেন না। অফসাইডে থাকা এনতেকা কোনো প্রভাব রাখার চেষ্টা করেননি। তবে বাধা দিয়েছিলেন বার্সার মার্তিনেসকে। হয়তো এজন্যই গোল বাতিল করেন রেফারি।

ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক বিতর্কিত পেনাল্টি নিয়ে বলেছেন, ‘‘আমি ঠিকভাবে ওটা দেখিনি। তবে ভিএআর ছিল আর আমি এতে বিশ্বাসী।’’

একটা সময় শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়লেও ২৫ ম্যাচ শেষে শীর্ষে ফেরায় খুশি ফ্লিক,‘‘ভায়েকানো টানা ৯ ম্যাচ হারেনি। খেলোয়াড়দের অনেক কষ্ট করতে হয়েছে। তবে আমাদের নতুন অবস্থান নিয়ে সবাই খুশি। আমরা ভক্তদের জন্য ভীষণ খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ পর্যন্ত লড়াই করা। শীর্ষে উঠে কিছুই হবে না যদি আমরা লড়াই অব্যাহত না রাখতে পারি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত