বার্সেলোনার গলার কাঁটা হয়ে গিয়েছিল জিরোনা। গত মৌসুমে লা লিগায় দুই লেগেই কাতালানদের হারিয়েছিল তারা। হান্সি ফ্লিকের হাত ধরে বদলে যাওয়া বার্সা রবিবার নিল মধুর প্রতিশোধ।
জিরোনার মাঠে গোল উৎসব করে জিতল ৪-১ ব্যবধানে। জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। একটি করে গোল পেদ্রি ও দানি ওলমোর। ৮৬ মিনিটে ফেরান তরেস লাল কার্ড দেখলেও টানা পাঁচ জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল বার্সেলোনা। সমান ম্যাচে ১১ পয়েন্ট রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের।
চোখ ধাঁধানো ফুটবলে পোস্টে ২০টা শট নিয়ে ৯টা লক্ষ্যে রেখেছিল বার্সা। ৩০তম মিনিটে দাভিদ লোপেসের ভুলে এগিয়ে যায় কাতালানরা। গোল কিকে ডি-বক্সে বল পেয়ে ধীর গতিতে এগুচ্ছিলেন অভিজ্ঞ এই ডিফেন্ডার, ছুটে আসেন ইয়ামাল। তাকে কাটাতে গিয়ে বল হারান লোপেস, আর সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি ইয়ামাল।
৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইয়ামাল। রাফিনিয়ার ফ্রি কিক ডি-বক্সে লেভানদোভস্কির পায়ে লেগে পেয়েছিলেন ইয়ামাল, তার জোরল শট জটলার মধ্যে সুযোগই পাননি জিরোনা গোলরক্ষক। এটা এবারের লা লিগায় ইয়ামালের তৃতীয় গোল, সঙ্গে অ্যাসিস্ট আছে চারটি।
৪৭ মিনিটে কুন্দের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে ব্যবধান বাড়ান দানি ওলমো। আর ৬৪ মিনিটে মার্ক কাসাদোর অসাধারণ পাস থেকে বার্সার অপর গোলটি করেন পেদ্রি। ৮০ মিনিটে ক্রিস্তিয়ান স্তুয়ানি এক গোল ফেরালেও ম্যাচে ফিরতে যথেষ্ট ছিল না সেটা।
বার্সার দারুণ এই জয়েও মাথা ব্যথার কারণ হচ্ছে দানি ওলমোর ইনজুরি। ডান পায়ের হ্যামস্ট্রিং-এ মাঠ ছেড়ে যান তিনি।