Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

ইয়ামালদের সুরক্ষা দিতে গিয়ে বার্সার হার

1
[publishpress_authors_box]

একাদশে ছিলেন না লামিনে ইয়ামাল, রাফিনিয়ারা। ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার একাদশের গড় বয়স ছিল ২৩ বছর ২৯২ দিন। ১৯৯৫ সালের অক্টোবরের পর এটাই সর্বকনিষ্ঠ একাদশ বার্সার। তাদের নিয়ে ছন্দপতন হান্সি ফ্লিকের দলের।

 লা লিগায় টানা ৭ জয়ের পর ওসাসুনার মাঠে ৪-২ গোলে হারল তারা। এই নিয়ে তৃতীয়বার বার্সেলোনার বিপক্ষে চার গোল করল ওসাসুনা। প্রথমবার ১৯৩৬ সালের স্প্যানিশ কাপে তারা জিতেছিল ৪-২ গোলে। এরপর  ১৯৮৪ সালে লা লিগাতেও জয় ৪-২ ব্যবধানে।

লিগে প্রথম ম্যাচ হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শেষে হারের দায়টা নিজের কাঁধে নিলেন ফ্লিক। রাফিনিয়া, ইয়ামালদের একাদশে না রেখে বদলি হিসেবে খেলানোর ব্যাখ্যায় বললেন তাদের সুরক্ষা দেওয়ার কথা, ‘‘আমরা মোটেও ভালো খেলেনি, হারটা মেনে নিতে হবে। খেলোয়াড়দের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার, কারণ ওরা অনেক বেশি মিনিট খেলেছে। তাই বলে অন্য খেলোয়াড়দের কাছ থেকে এমন ফুটবলেরও আশা করিনি। ওদের বলেছি আমরা ঠিক পথেই আছি, আমাদের এগিয়ে যেতে হবে।’’

ম্যাচজুড়ে ৭৪.৬ শতাংশ বলের দখল রেখে খেলে পোাস্টে ১২টা শট নিয়েছিল বার্সেলোনা, লক্ষ্যে ছিল ৬টি। সেখানে ওসাসুনা ৬টি শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ৫টি। গোল হয়েছে এর চারটি।

বিরতির আগে ওসাসুনা এগিয়ে ছিল ২-০ গোলে। ১৮ মিনিটে আন্তে বুদিমির ও ২৮ মিনিটে অপর গোলটি ব্রায়ান সারাগোসার। সারাগোসার ক্রসেই ছয় গজ বক্সের মুখে হেডে প্রথম গোলটি  করেছিলেন ক্রোয়াট ফরোয়ার্ড বুদিমির।

বিবর্ণ বার্সেলোনা ৪৪তম মিনিটে গোলের জন্য নিয়েছিল প্রথম শট! ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া পাও ভিক্তরের শটে ব্যবধান কমায় তারা। বার্সার হয়ে এটাই তার প্রথম গোল। ৫৯ মিনিটে সেই ভিক্তর ও পাবলো তোরেকে তুলে ফ্লিক মাঠে নামান লামিনে ইয়ামাল ও রাফিনিয়াকে।

৭২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন বুদিমির। বক্সে তাকেই  সের্গি দোমিঙ্গেস ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। ৮৫তম মিনিটে বক্সের বাইরে আলগা বল পেয়ে স্কোর ৪-১ করেন ব্রেতোনেস।

৮৯ মিনিটে এক গোল ফেরান ইয়ামাল। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে এবারের মৌসুমে নিজের পঞ্চম গোলটি করেন তিনি। ইয়ামাল অ্যাসিস্টও করেছেন পাঁচটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত