ফুটবল মাঠে মানবতার জয়গান। ভয়াবহ বন্যায় ব্রাজিলের রিও গ্রান্দে দু সুলের জনজীবন বিপর্যস্ত এখন। ব্রাজিলেরই ফুটবলার রাফিনিয়া সেটাই সবাইকে স্মরণ করিয়ে চাইলেন সমর্থন। রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারানো ম্যাচে একবার লক্ষ্যভেদ করেছিলেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান তারকা।
গোলের পর অলিম্পিক স্টেডিয়ামে জার্সি খুলে ভেতরের গেঞ্জিতে লেখা একটি বার্তা দেখান রাফিনিয়া। সেখানে লেখা ছিল , ‘‘প্রে ফর আএস।’’
লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। জিরোনার বিপক্ষে আগের ম্যাচে হেরে বার্সেলোনা নেমে যায় তিন নম্বরে। তবে আলাভেসের সঙ্গে জিরোনা ২-২ গোলে ড্র করায় বার্সার সামনে সুযোগ আসে দুইয়ে ফেরার। সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে রানার্সআপ হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকল জাভি এর্নান্দেসের দল।
৩৫ ম্যাচে বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট। তিনে থাকা জিরোনার সংগ্রহ ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
৪০ মিনিটে লামিনে ইয়ামাল এগিয়ে নেন বার্সাকে। ইলকায় গুন্দোগানের পাসে দারুণ ফিনিশিংয়ে লা লিগায় এবারের মৌসুমে নিজের ৫ম গোল করলেন ১৬ বছরের এই উইঙ্গার। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৭ গোলের পাশাপাশি তার অ্যাসিস্ট ৯টি।
ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ভিএআর এর রিভিউয়ে পেনাল্টি পায় বার্সা। হ্যান্ডবল করেন সোসিয়েদাদ সেন্টারব্যাক আলভারো ওদ্রিওজোলা। পেনাল্টি থেকে গোল করেন ম্যাচ জুড়ে অসাধারণ খেলা রাফিনিয়া।