বয়স ৩৬ বছর ছাড়িয়েছে। রবার্ট লেভানদোস্কির পারফর্ম্যান্স দেখে অবশ্য বোঝার উপায় নেই। সেভিয়ার বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে দুবার লক্ষ্যভেদে করলেন বার্সেলোনার এই তারকা। তাতে লা লিগায় এই মৌসুমে ১০ ম্যাচে ১২ গোল হলো তার। অথচ কিলিয়ান এমবাপ্পের লা লিগায় গোল কেবল ৬টি।
জোড়া গোলে নতুন কীর্তিও করেছেন লেভানদোস্কি। ইউরোপের মর্যাদার পাঁচ লিগে তৃতীয় সর্বোচ্চ ৩৬৬ গোল এখন তার। লেভা ছাড়িয়ে গেছেন কিংবদন্তি জার্ড মুলারের ৩৬৫ গোলের রেকর্ড। এই তালিকায় ৪৯৬ গোল নিয়ে সবার উপরে লিওনেল মেসি। আর ৪৯৫ গোল নিয়ে দুইয়ে ক্রিস্তিয়ানো রোনালদো।
বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে সেভিয়ার বিপক্ষে পাওয়া ৫-১ গোলের জয়টা স্বস্তি দিবে বার্সেলোনাকে। তেমনি স্বস্তির ৩৩৫ দিন পর অধিনায়ক গাভির ফেরা। লেভানদোস্কি ও পাবলো তোরে করেছেন দুটি করে গোল। অপর গোলটি পেদ্রির। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
২৪ মিনিটে পেনাল্টি থেকে গোলের শুরুটা করেন লেভানদোস্কি। রাফিনিয়াকে বক্সে সেভিয়ার ফের্নান্দেস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২৮তম ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। লেভানদোস্কির কাছ থেকে বল পেয়ে লামিনে ইয়ামালের ক্রসটা কাজে লাগান তিনি।
৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার আগুনে শটে পা ছুঁয়ে দিক বদলে জালে জড়ান লেভা। ৮২ ও ৮৮ মিনিটে অপর দুটি গোল বদলি খেলোয়াড় পাবলো তোরের। সেভিয়ার হয়ে ৮৭ মিনিটে লক্ষ্যভেদ করেন স্তানিস ইদুম্বু।
লা লিগার অপর ম্যাচে আতলেতিকো ৩-১ গোলে হারিয়েছে লেগানেসকে। ২০ পয়েন্ট নিয়ে তারা এখন তিন নম্বরে।