উড়ছিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছিল টানা সাত ম্যাচ। সেই কাতালানদের থামাল রিয়াল সোসিয়েদাদ। লা লিগায় সান সেবাস্তিয়ানে রবিবার রাতে ১-০ গোলে হান্সি ফ্লিকের দলকে হারালো তারা।
শেরালদো বেকারের একমাত্র গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য। এবারের মৌসুমের ফ্লিকের অধীনে এটাই প্রথম গোলহীন ম্যাচ বার্সার। এই মৌসুমে লা লিগায় দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে এটা তাদের তৃতীয় হার।
লা লিগায় সবশেষ চার ম্যাচে ১৫ গোল করেছিল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে সবশেষ তিন ম্যাচে করেছিল ১৪ গোল। সেই তারাই লামিনে ইয়ামালকে ছাড়া খেলে রবিবার সোসিয়েদাদের পোস্টে নেওয়া ১১ শটের একটিও রাখতে পারেনি লক্ষ্যে!
১৩তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের শট প্রতিহত হওয়ার পর ছয় গজ বক্সের বাইরে থেকে জালে পাঠিয়েছিলেন রবার্ট লেভানদোস্কি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। লেভানদোস্কির বুটের সামান্য অংশ অফসাইডে ছিল তখন। এই গোল বাতিল নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
৩৩তম মিনিটে শেরালদো বেকারের গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। সতীর্থের হেড থেকে বল পেয়ে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে মিকেল ওইয়ারসাবাল বক্সে ভালো পজিশনে বল পেয়েও সুযোগ নষ্ট না করলে ব্যবধান দ্বিগুণ করতে পারত সোসিয়েদাদ।
৬৯তম মিনিটে ফের্মিনকে তুলে হান্সি ফ্লিক নামান আনসু ফাতিকে। শেষ দিকে বদলি নামেন গাভি ও পাউ ভিক্তর। তবে আর গোলের দেখা পায়নি বার্সা।
রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগটা হারায় বার্সা। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে এক নম্বরেই অঅছে তারা। ১২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৭। আর ১৩ ম্যাচে সোসিয়েদাদের পয়েন্ট ১৮।