Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

জাভিকে ছাঁটাই করল বার্সা

xx1
[publishpress_authors_box]

শেষ পর্যন্ত তিক্ততাতেই শেষ হল জাভি এর্নান্দেসের বার্সেলোনা অধ্যায়। সেটা নাটকীয়ভাবেই। ক্লাবের বাজে পারফরম্যান্সের জন্য গত জানুয়ারিতে মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি নিজেই। পরে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বদল করেন সিদ্ধান্ত। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে থেকে যাওয়ার যৌথ ঘোষণা দেন তিনি।

 তবে এর মাঝে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে উঠে তার। তাই গুঞ্জন ছড়ায় জাভিকে ছাঁটাই করছে বার্সা! শেষ পর্যন্ত সত্যি হল সেটাই। বার্সেলোনা নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে আজ (শুক্রবার) নিশ্চিত করছে জাভির সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা। এক মৌসুমে তাই দুবার দুইভাবে বার্সা ছাড়ার শিরোনাম হলেন জাভি।

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষের আলোচনার ভিত্তিতে জাভির ক্লাব ছাড়ার কথা। বিবৃতিতে বলা হয়, ‘‘ জাভিকে কোচ হিসেবে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে বার্সা। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে অনবদ্য ক্যারিয়ারের জন্যও ধন্যবাদ দিচ্ছে। শুভকামনা রইল জাভির জন্য।’’

 বার্সার মুখপাত্র হিসেবে খ্যাত ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে জাভির জায়গায় নতুন কোচ হচ্ছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হানসি ফ্লিক।

২০২০ সালে বায়ার্নের হয়ে ট্রেবল জিতেছিলেন হানসি ফ্লিক। এরপর দায়িত্ব নেন জার্মানি জাতীয় দলের। তবে খারাপ পারফর্ম্যান্সের জন্য ছাঁটাই হন গত বছরের সেপ্টেম্বরে।

তার সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে কাতালানরা। আনুষ্ঠানিক ঘোষণা আসবে সোমবার। বার্সেলোনার ডাগআউটে শেষবারের মতো আগামী সোমবারই (২৭ মে) সেভিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে জাভিকে।

২০২১ সালে কাতারের আল সাদ থেকে বার্সেলোনায় যোগ দেন জাভি। ২০২২-২৩ মৌসুমে কাতালানদের লা লিগা জেতান তিনি। তবে ব্যর্থ ছিলেন চ্যাম্পিয়নস লিগে। এবার লা লিগায় রানার্সআপ হয়েছে জাভির দল।

আর্থিক অনটনে আগামী মৌসুমে ক্লাবের ভালো করার সম্ভাবনা কম-এমন মন্তব্য করেই আসলে লাপোর্তার বিরাগভাজন হয়েছিলেন জাভি। পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে ক্লাবের সঙ্গে মতের মিল হচ্ছিল না তার। এরই পরিণতিতে হারাতে হল চাকরিটা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত