বরিশাল-ঢাকা ও বরিশাল-ঝালকাঠী মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দর থানার কাছে বরিশাল-ঢাকা মহাসড়কে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুইজন নিহত ও আটজন হয়েছেন।
আহতরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের একজন বাসটির চালকের সহকারী সোহাগ। অপরজান বাসটির সুপারভাইজার; তার নাম জানা যায়নি।
অপর দুর্ঘটনা ঘটে শনিবার দিবাগত রাত ১টার দিকে বরিশাল-ঝালকাঠী মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুরে। সেখানে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
তারা হলেন- অটোরিকশার চালক বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা আল-আমিন (৩৫) ও যাত্রী মঠবাড়িয়ার আলতাফ মুন্সী (৭০)।
মংলা থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ে আসা ট্রাকের মালিক মহিউদ্দিন খান জানান, সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল বিমানবন্দর থানার কাছে ঢাকা থেকে আসা বেপারী পরিবহনের একটি বাস তাদের ট্রাককে ধাক্কা দেয়। এতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় বাস ও ট্রাক। নিহত হন বাসটির দুইজন ও আট যাত্রী।
বিমানবন্দর থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানিয়েছেন, নিহতদের একজন বাসটির সহকারী সোহাগ। অপরজন বাসটির সুপারভাইজার। তার নাম জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ আলী জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে বরিশাল-ঝালকাঠী মহাসড়কের রায়াপুরে সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক আল আমিন ও যাত্রী আলতাফ মুন্সী নিহত হয়েছেন।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মানসী বৈদ্য জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। একজন মারা যান হাসপাতালে। আহতদের চিকিৎসা চলছে।