Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

শক্তিশালী বরিশাল, পিছিয়ে রাজশাহী

Capture
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

১১তম বিপিএল আসরের ড্রাফট মাতিয়ে দিল ফরচুন বরিশাল। প্রতি ডাকে সেরা ক্রিকেটারদের নিয়ে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে তারা। মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার বাদে বাকি ক্রিকেটারদের পুনর্মিলনী ঘটেছে বরিশাল দলটিতে। এছাড়া দুই আলোচিত বিদেশী ক্রিকেটার নিয়ে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দলও বরিশালের।

বরিশালের দুই আলোচিত বিদেশি ক্রিকেটার পাথুম নিশাঙ্কা ও নাদরে বারগার। এ দুজনই যথাক্রমে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক সেরা পারফরমারদের মধ্যে। এছাড়া রিশাদ হোসেনও বরিশালের সেরা পিক। এই লেগ স্পিনার ছাড়াও বরিশাল তাদের প্রথম ডাকেই বিপিএলের গত আসরের সেরা বোলার বাঁহাতি তানভীর ইসলামকে নিয়েছে। দ্বিতীয় ডাকে নেয় মাহমুদউল্লাহকে। পরে নাজমুল হোসেন শান্তকেও নেয় তারা।

নিজের দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বরিশালের মালিক মিজানুর রহমান বলেছেন, “আমি খুব খুশি যে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া চার অধিনায়ক আমার দলে আছে। আমরা বর্তমান চ্যাম্পিয়ন। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন দল গড়েছি। আমাদের দলটা পুরোপুরি তামিম ইকবাল ঠিক করেছেন। আমি আশা করছি এবারও আমরা চ্যাম্পিয়ন হবো।”

ঠিক তার উল্টো অবস্থা দুর্বার রাজশাহীর। কাগজে কলমে তাসকিন আহমেদ ছাড়া জাতীয় দলের আর কোন ক্রিকেটার নেই এই দলে। এনামুল হক বিজয়, জিসান আলম আছেন সম্প্রতি জাতীয় দলের সঙ্গে থাকা ক্রিকেটার। এছাড়া আগে দলে থাকা ইয়াসির রাব্বি, সাব্বির রহমানরা আছেন। তাসকিন ছাড়া বাকি ক্রিকেটারদের কেউই পারফরম্যান্সে ধারাবাহিক নন। ক্রিকেটারের সংখ্যা কম হলেও রাজশাহী টুর্নামেন্টের  আগে আরও ক্রিকেটার দলে নিচ্ছে।

বরিশালের পর গুছিয়ে ওঠা দল চিটাগং কিংস। সাকিব আল হাসানের নেতৃত্বে বিদেশী শক্তিতে এগিয়ে দলটি। মঈন আলি, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিমদের সঙ্গে দেশি শামীম হোসেন পাটওয়ারী, পারভেজ হোসেন ইমন, আলিস আল ইসলামরা আছেন।

কিংস দলের মালিক সামির কাদের চৌধুরী জানিয়েছেন সাকিব আল হাসানের ইনপুটে ভালো দল পেয়েছেন তারা, “আমরা ১০ বছর ধরেই বিপিএলে থাকার চেষ্টা করেছি কিন্তু কোন কারণে হয়ে ওঠেনি। এখন আমরা অনেক আশা নিয়ে এসেছি, দলও বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। সাকিব অনেক ইনপুট দিয়েছেন দল গোছানোর ব্যাপারে।”

সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে বলেছেন, “আমরা রংপুর রাইডার্সের সঙ্গে সাকিবের থাকা না থাকার বিষয়টি নিয়ে আলোচনা করি। এরপর তাদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর সাকিবের সঙ্গে আলোচনা করে তাকে দলে নিয়েছি।”

বড় বাজেটের দল গড়া রংপুর রাইডার্স এবার মাঝারি মানের দল গড়েছে। সেদিক থেকে খুলনা টাইগার্স মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব অভিজ্ঞ দল গড়েছে। তাদের সঙ্গে আছেন ইমরুল কায়েস, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি ও জিয়াউর রহমানরা।

বিপিএলের সাত দলের ক্রিকেটারদের তালিকা:

ঢাকা ক্যাপিট্যালস

সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম। বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি। ড্রাফট থেকেঃ লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, সাইম আইয়ুব, আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।

চিটাগং কিংস

সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম। বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো। ড্রাফট থেকে: শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল, মোহাম্মদ মিঠুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।

দুর্বার রাজশাহী

সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়। ড্রাফট- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর। 

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি: তাওহীদ হৃদয়। রিটেইন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম। বিদেশি সরাসরি চুক্তিঃ কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, দাভিদ মালান, ফাহিম আশরাফ। ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভির ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

সিলেট স্ট্রাইকার্স

সরাসরি চুক্তি: জাকের আলী। রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান। বিদেশি সরাসরি চুক্তি: পল স্টার্লিং, জর্জ মুনসে। ড্রাফট থেকেঃ রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রাখিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদ উজ জামান, নাহিদুল ইসলাম, রিস টপলি। 

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ। রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ। সরাসরি বিদেশি চুক্তি: ফাহিম নেওয়াজ, ওশানে থমাস। ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন। রিটেইন: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান। সরাসরি বিদেশি চুক্তি: অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ। ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিভ জাভেদ, কার্টিস ক্যাম্ফার, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত