Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

রংপুরের পর প্লে-অফে বরিশাল

b1
[publishpress_authors_box]

২৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয়। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সহজ জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান শক্ত করল ফরচুন বরিশাল। সিলেটের দেওয়া ১১৭ রানের লক্ষ্য তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে ছুঁয়েছে তারা।

এই জয়ে রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চারে থাকা বা প্লে-অফ খেলা নিশ্চিত করল বরিশাল। ৯ ম্যাচ শেষে রংপুরের পয়েন্ট ১৬, বরিশালের ১৪, চিটাগংয়ের ১০ আর খুলনার ৮। সমান ১০ ম্যাচ শেষে রাজশাহীর পয়েন্ট ৮, ঢাকার ৬ ও সিলেটের ৪। শেষ তিন দলের কারও বরিশালের সমান ১৪ পয়েন্ট হওয়ার সুযোগ নেই।

ইনজুরির কারণে সেরা একাদশে খেলার মতো ক্রিকেটার সংকটে ভুগছে সিলেট। একদিন আগেই অধিনায়ক আরিফুল হক বলেছিলেন একাদশ করাই কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য। ফর্মহীন ব্যাটারদের নিয়ে বরিশালের মতো ফর্মে থাকা দলকে বড় লক্ষ্য দেওয়া বেশ কঠিন।

কঠিন কাজটি করা হয়নি সিলেট ব্যাটারদের। ফাহিম আশরাফের অবিশ্বাস্য বিধ্বংসী বোলিংয়ে সিলেটের টপঅর্ডারের পাঁচ ব্যাটারের চারজনই ফিরেছেন একে অঙ্কের ঘরে রান করে। ফাহিম ৩.১ ওভারে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন। সিলেটের আহসান ভাট্টি ২৮ ও জাকের আলি ২৪ রান করেন।

রান তাড়ায় নেমে ৩৯ রানের মধ্যে তাওহিদ হৃদয় ও ডাভিড মালানকে হারালেও তামিম-মুশফিক দলকে জয় এনে দেন। তামিম ৫১ বলে অপরাজিত ৫২ রান করেন এছাড়া মুশফিকুর রহিম করেন ৩০ বলে ৪২ রান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত