Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ব্যারিস্টার সুমনের জিডি  

শনিবার রাত ১১টায় ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডি করেন  ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শনিবার রাত ১১টায় ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
[publishpress_authors_box]

‘মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন’ জানিয়ে শনিবার রাতে ঢাকার শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এই সংসদ সদস্য জিডিতে বলেছেন, “বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকায় অবস্থানকালে আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সরকারি মোবাইল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে বলেন, ‘আপনাকে হত্যার জন্য তিনদিন আগে অজ্ঞাতনামা শক্তিশালী মহল ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’

“তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাই। তিনি তাদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানান এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর থেকে আমি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী সংসদ সদস্যের জিডি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শেরেবাংলা নগর থানার থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. শরীফুজ্জামান শরীফকে দায়িত্ব দিয়েছেন।

এ বিষয়ে শরীফুজ্জামান শরীফ সকাল সন্ধ্যাকে বলেন, “শনিবার রাত ১১টার দিকে ব্যারিস্টার সুমন জিডি করেছেন। আমরা বিধি অনুযায়ী কাজ করছি। যেহেতু ঘটনা আমাদের থানার আওতাধীন নয়, তাই আমাদের যে ব্যবস্থা আছে আমরা সে অনুযায়ী এগুব।”

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় সকাল সন্ধ্যাকে বলেন, “শুক্রবার এমপি স্যার চুনারুঘাট ছিলেন। একজন ব্যক্তি স্যারের সঙ্গে দেখা করতে চাইলে আমি স্যারকে বিষয়টি অবহিত করি। ওই ব্যক্তি স্যারকে তার নিরাপত্তা নিয়ে কথা বলেন। আমি বিষয়টি এসপি স্যারকেও তাৎক্ষণিক অবহিত করি।

“আমরা এনিয়ে কাজ করছি। শুনেছি শনিবার রাতে ব্যারিস্টার সুমন ঢাকায় জিডি করেছেন।”

জিডির বিষয়ে জানতে ব্যারিস্টার সুমনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি। মোবাইল ফোনে পাঠানো বার্তারও জবাব দেননি তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত