Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

আন্দোলনকারীরা চাইলে আদালতে দাঁড়াবেন ব্যারিস্টার সুমন

সৈয়দ সায়েদুল হক সুমন। ফাইল ছবি
সৈয়দ সায়েদুল হক সুমন। ফাইল ছবি
[publishpress_authors_box]

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের রাজপথ ছেড়ে আদালতে আসার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেছেন, আন্দোলনকারীরা চাইলে তিনি তাদের পক্ষে আদালতে লড়বেন।

কোটা সংস্কারের দাবির আন্দোলন সহিংসতায় গড়ানোর পর মঙ্গলবার ঢাকায় সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের একথা বলেন এই আইনজীবী।

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পর এই মাসের শুরু থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করছে জানিয়ে বিষয়টি আদালতেই সমাধান হবে বলে শিক্ষার্থীদের আন্দোলন ছাড়ার আহ্বান জানাচ্ছে সরকারের কর্তাব্যক্তিরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানও শিক্ষার্থীদের বক্তব্য আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।

তবে আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের আদেশকে ইতিবাচক বললেও জানিয়েছে, তাদের দাবি সরকারের কাছে। নির্বাহী বিভাগকেই কোটা সংস্কার করতে হবে।

আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করে বিষয়টি শুনানির জন্য আগামী ৭ আগস্ট দিন ঠিক করেছে।

আন্দোলনকারীদের সেই পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রেখে ব্যারিস্টার সুমন বলেন, “আদালতের দিকে একটু দেখেন। এক মাস পরে যদি আপনার মনে হয় যে এটা যৌক্তিক হয়নি, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন।

“একজন সংসদ সদস্য হিসাবে আমি দাবি করব, এক মাসের জন্য কিংবা আপিল বিভাগের রায় হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন।”

এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “আন্দোলনকারীরা যদি আদালতে আসে, তাহলে আমি তাদের সঙ্গে থেকে কোটা সংস্কারের যৌক্তিক দাবির যা যা বলার, তা বলব।”

রাষ্ট্রে বিশৃঙ্খলার মতো পরিবেশ তৈরি হলে সরকার কঠিন হতে পারে বলেও আন্দোলনকারীদের সতর্ক করেন স্বতন্ত্র এই সংসদ সদস্য।

তিনি বলেন, “আপনাদের দাবি আদায়ের প্রক্রিয়া সঠিক নয়। আপনারা চাইলে বঙ্গবন্ধুকন্যার সামনে নিয়ে যাব। তাকে বুঝাইলে তিনি সব বুঝেন।”

সূর্যসেন হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে পিটুনির শিকার এক আন্দোলনকারী। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সামনে সোমবার ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে পিটুনির শিকার এক আন্দোলনকারী। ছবি : সকাল সন্ধ্যা

আন্দোলনকারীদের ওপর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সুমন বলেন, “গতকালের ঘটনা আমাকে কষ্ট দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এর জন্য যারা যারা দায়ী, তাদের আইনের আওতায় আনা উচিৎ। এ ধরনের রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না।”

এক সময় ছাত্রলীগ করে সুমন এই সংগঠনটির বর্তমান ভূমিকা নিয়ে বলেন, “ছাত্রলীগকে অজনপ্রিয় করার চক্রান্ত চলছে।

“আমি ছাত্রলীগকে আহ্বান জানাব, প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করতে যদি দেখা যায়, এ আন্দোলননের বাইরে থেকে এসে কেউ সরকারের বা রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। নিজেরা আইন হাতে তুলে নেবেন না।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত