Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
প্রিমিয়ার ফুটবল লিগ

শততম ম্যাচ গোলবন্যায় রাঙাল বসুন্ধরা কিংস

ব্রাদার্সকে ৭-১ গোলে হারিয়ে শততম ম্যাচ রাঙিয়ে নিল বসুন্ধরা কিংস। ছবি: বাফুফে।
ব্রাদার্সকে ৭-১ গোলে হারিয়ে শততম ম্যাচ রাঙিয়ে নিল বসুন্ধরা কিংস। ছবি: বাফুফে।
[publishpress_authors_box]
  • বসুন্ধরা কিংস ৭: ১ ব্রাদার্স ইউনিয়ন
  • জোড়া গোল দুজনের
  • ব্রাদার্সে গিয়েই এলিটার গোল

শততম ম্যাচ রাঙিয়ে নেওয়ার এর চেয়ে ভালো উপলক্ষ্য আর কি হতে পারে বসুন্ধরা কিংসের? চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে ঐতিহ্যের কঙ্কাল হয়ে থাকা ব্রাদার্স ইউনিয়নের অবস্থাটা কেমন হতে পারে সেটা এক রকম অনুমিতই ছিল।

শনিবার রাজশাহী স্টেডিয়ামে শততম ম্যাচ খেলতে নামে বসুন্ধরা কিংস। ম্যাচটিতে গোল বন্যায় ভেসেছে ব্রাদার্স। এই ম্যাচে ব্রাদার্সকে ৭-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

জোড়া গোল করেছেন এমফোন উদোহ ও মিগেল ফেরেইরা। ১টি করে গোল করেছেন সাদ উদ্দিন, রবসন রবিনহো ও সোহেল রানা। ব্রাদার্সের সান্ত্বনার গোলটি এলিটা কিংসলের।

এলিটা কিংসলে তার পুরনো ক্লাবের বিপক্ষে কতটা আলো ছড়াতে পারেন, সেটিও ছিল দেখার। এই ফরোয়ার্ড জালের দেখা পেলেন বটে, কিন্তু তার আগে পরে কেবল গোলই হজম করে গেল ব্রাদার্স। লিগের দ্বিতীয় পর্বও তারা শুরু করল আরেকটি বড় ব্যবধানের হার দিয়ে।

প্রথম পর্বে ব্রাদার্সকে ৫-২ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস।

ড্র দিয়ে লিগের প্রথম পর্ব শেষ করা বসুন্ধরা কিংস দ্বিতীয় পর্বের শুরুতে পেল জয়ের দেখা। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বসুন্ধরা কিংস। যথারীতি লিগ টেবিলের তলানিতে আছে ব্রাদার্স; ১০ ম্যাচে পয়েন্ট ৩।

বসুন্ধরা কিংসের বিপক্ষে শুরুটা ভালো হতে পারত ব্রাদার্সের। অষ্টম মিনিটে ববুরবেকের কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠেন জ্যালো ইয়ানকুবা। বক্সে ঢুকে পড়ে আনিসুর রহমান জিকোকো কাটিয়ে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের শট রিমন হোসেন শেষ মুহূর্তের স্লাইডে গোললাইন থেকে কোনওমতে ফেরান।

১৯ মিনিটে মিগেল ফিগেইরা দামাশেনোর ফ্রি কিকে অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে টোকায় জালে বল জড়িয়ে দেন সাদউদ্দিন (১-০)। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রবিনহো। ৩৭ মিনিটে মিগেল করেন ৩-০।

প্রথমার্ধের যোগ করা সময়ে মাহবুবুর রহমান সুফিলের ক্রসে রিমন লাফিয়ে উঠে হেডে ক্লিয়ারের চেষ্টা করলেও নাগাল পাননি, দূরের পোস্টে থাকা এলিটা কিংসলে হেডে গোল দিলে স্কোরলাইন ৩-১ হয়। এরপর ৫৮ মিনিটে মিগেল করেছেন ৪-১।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ইব্রাহিমের নিচু আড়াআড়ি ক্রসে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল যায় সোহেল রানার (জুনিয়র) পায়ে, প্লেসিং শটে স্কোরলাইন ৫-১ করেন তিনি।

৫৮তম মিনিটে গতিতে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে বক্সে ঢুকে শট নিয়েছিলেন উদোহ, বল পোস্টে লেগে ফেরার পর দামাশেনো ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। খানিক পরে নিজের দ্বিতীয় গোলটি করেন উদোহ, তাতে স্কোরলাইন হয়েছে ৭-১। পাশাপাশি নিজেদের শততম ম্যাচও রাঙিয়ে রাখল বসুন্ধরা কিংস।

ম্যাচ সেরার পুরস্কার হাতে মিগেল। ছবি: বাফুফে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত