Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
প্রিমিয়ার ফুটবল লিগ

কিংসকে আটকে দিল রহমতগঞ্জ

বসুন্ধরা কিংসকে আটকে দিয়ে খুশি রহমতগঞ্জ। ছবি: বাফুফে।
বসুন্ধরা কিংসকে আটকে দিয়ে খুশি রহমতগঞ্জ। ছবি: বাফুফে।
[publishpress_authors_box]

তিন রাউন্ড বাকি থাকতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা নিশ্চিত হয়েছে। এখন তাই কৌতুহল সবার, অবনমন লড়াইয়ে। সেটাও প্রায় শেষের পথে। শুক্রবার মুন্সিগঞ্জের শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে  বসুন্ধরা কিংসকে আটকে দিয়েছে রহমতগঞ্জ। গোলশূন্য এই ড্রয়ে রহমতগঞ্জের অবনমন এড়ানো আর ব্রাদার্সের অবনমন অনেকটা নিশ্চিত হয়ে গেল।

এই ড্রয়ে ১৭ ম্যাচ শেষে রহমতগঞ্জের পয়েন্ট ১৩। টেবিলের নিচের অবস্থানে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট সাত। প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে ব্রাদার্সকে পরের দুই ম্যাচ জেতার কোনও বিকল্প নেই। শনিবার শেখ রাসেলের বিপক্ষে না জিতলে এক রাউন্ড আগেই ব্রাদার্সের অবনমন হবে। ব্রাদার্স ইউনিয়নকে শুধু এই ম্যাচে জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে পরের রাউন্ডে রহমতগঞ্জ-শেখ জামাল ধানমন্ডির ম্যাচের দিকেও।

ম্যাচে কোনও দলই গোল করতে পারেনি। ছবি: বাফুফে।

রহমতগঞ্জ পরের ম্যাচে শেখ জামালের সঙ্গে ড্র করলেই অবনমন এড়াবে। পরের ম্যাচে রহমতগঞ্জ ন্যূনতম ড্র না করতে পারলে এবং ব্রাদার্স পরের দুই ম্যাচই জিতে গেলে, তখন দুই দলের সমান ১৩ পয়েন্ট হবে। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী রহমতগঞ্জ ও ব্রাদার্সের মধ্যে প্লে-অফ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহে গত সপ্তাহে মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। এক দিন পরই লিগের ম্যাচে অবশ্য অন্য কিংসকে দেখা যায়। ট্রেবল জেতার পর এই ম্যাচে নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেয় কিংস। একাদশে চার বিদেশির বদলে এই ম্যাচে কিংস খেলিয়েছে তিন জনকে।

কিংসের ফুটবলারদের মধ্যে জয়ের তেমন ক্ষুধা ছিল না। অন্যদিকে রহমতগঞ্জ কিংসের মতো প্রতিপক্ষের সঙ্গে এক পয়েন্ট তুলে নিতে পেরেই খুশি। এটি লিগে তৃতীয় ড্র বসুন্ধরা কিংসের। আগের ড্র ছিল গত রাউন্ডে হোম ভেন্যুতে পুলিশের বিপক্ষে।

বসুন্ধরা কিংস গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। ছবি: বাফুফে।

বাংলাদেশ পুলিশ গত রাউন্ডে কিংসকে রুখে দিয়ে এই রাউন্ডে হেরেছে। ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে ফর্টিস এফসি ২-১ গোলে হারিয়েছে পুলিশকে। ম্যাচের ২৩ মিনিটে ওমরের গোলে ফর্টিস লিড নেয়। দ্বিতীয়ার্ধে ভেলেরির গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের শেষ মুহূর্তে মাতেও পেনাল্টি থেকে পুলিশের পরাজয়ের ব্যবধান কমান।

১৭ ম্যাচে পুলিশ ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর সমান ম্যাচে ফর্টিস ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত