Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
প্রিমিয়ার ফুটবল লিগ

চট্টগ্রাম আবাহনীর জালে বসুন্ধরা কিংসের সাত গোল

গোলের পর বসুন্ধরা কিংসের ফুটবলারদের উদযাপন। ছবি: বাফুফে
গোলের পর বসুন্ধরা কিংসের ফুটবলারদের উদযাপন। ছবি: বাফুফে
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

চলতি মৌসুমে দল গড়ার কোনও পরিকল্পনায় ছিল না চট্টগ্রাম আবাহনীর। রাজনৈতিক পট পরিবর্তনের জেরে দলটি প্রিমিয়ার লিগে অংশই নিতে চায়নি। তারপরও শেষ মুর্হর্তে কোনোমতে দল গড়ে চট্টগ্রাম আবাহনী।

প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে তাই প্রথম ম্যাচেই অনুমিতভাবে উড়ে গেল খড়কুটোর মতো। বসুন্ধরা কিংস অ্যারেনায় তারা ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সের জারেদ খাসা ও রাকিব হোসেন দুটি করে গোল করেছেন। ১টি করে গোল ফয়সাল আহমেদ ফাহিম, মিগেল দামাসেনো ও মজিবর রহমান জনি।

শুক্রবার শুরু থেকে আক্রমণের পসরা মেলে একের পর এক গোল বের করেছেন রাকিব হোসেনরা। প্রথমার্ধে বসুন্ধরা কিংস করেছে ৪ গোল। দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল হয়েছে।

বসুন্ধরা কিংসের ফুটবলার ফাহিমের উদযাপন।

প্রথম দিনে ৩ ম্যাচেই গোল দেখেছেন দর্শকেরা সব মিলিয়ে ১৬টি গোল হয়েছে প্রথম দিনে।

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩ মিনিটে বসুন্ধরা কিংস এগিয়ে যায়। মিগেলের পাস থেকে জারেদ খাসা প্লেসিংয়ে করেন ১-০। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। এরপর ২৯ মিনিটে মিগেল করেন ৩-০। ৩৯ মিনিটে রাকিবের ক্রসে জারেদ খাসা চতুর্থ গোল করেন।

৭০ মিনিটে রিমনের ক্রসে মজিবর রহমান জনি সহজেই প্লেসিং করে পঞ্চম গোলটি করেন। ৭৩ মিনিটে রাকিব স্লাইডিং শটে দারুণ গোল করেন। ৮৪ মিনিটে রফিকুলের পাসে রাকিব আলতো টোকায় নিজের দ্বিতীয় ও দলের হয়ে সপ্তম গোলটি করেন।

কায়সার হামিদের হাত থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিচ্ছেন মিগেল।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিগেল। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত