Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

আত্মঘাতী গোলে হার বসুন্ধরা কিংসের

লেবাননের ক্লাব নেজমেহ’র গোল উদযাপন। তাদের এই আনন্দ এনে দিয়েছেন সাদ উদ্দিন আত্মঘাতী গোল করে। ছবি: এএফসি
লেবাননের ক্লাব নেজমেহ’র গোল উদযাপন। তাদের এই আনন্দ এনে দিয়েছেন সাদ উদ্দিন আত্মঘাতী গোল করে। ছবি: এএফসি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের শুরুটা ভালো হলো না। আত্মঘাতী গোলে তাদের সর্বনাশ। প্রথমার্ধে সাদ উদ্দিন নিজেদের জালে বল জড়ালে ওই গোলটাই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। ফলে লেবাননের ক্লাব নেজমেহ’র বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে এশিয়া অঞ্চলের তৃতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটি শুরু হলো বাংলাদেশ চ্যাম্পিয়নদের।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই বসুন্ধরা কিংসের ওপর চড়াও হয়ে খেলেছে নেজমেহ। তবে গোলকিপার আনিসুর রহমান জিকোর বাধা পেরোতে পারেনি। শুরুতেই বিলাল সাব্বাগের শট প্রতিহত করেন বসুন্ধরা গোলকিপার। বাংলাদেশ চ্যাম্পিয়নরাও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল। তবে ফয়সাল আহমেদ বল জালে জড়াতে পারেননি।

প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের সম্ভাবনা তৈরি হয় বসুন্ধরার। এবার জোনাথন ফের্নান্দেসের শট বেরিয়ে যায় পোস্ট ঘেষে। বসুন্ধরা প্রতিপক্ষের জালে না পারলেও নিজেদের জালে ঠিকই বল জড়ায়! সেটা সাদ উদ্দিনের ভুলে।

৪৯ মিনিটে আত্মঘাতী গোল করেন এই ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের বাইরে নেজমেহ’র পাওয়া ফ্রি কিক নিয়েছিলেন কোরানি হাসান। সেই শট হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন সাদ। গোলকিপার আনিসুর রহমান জিকোর কিছুই করা ছিল না। ১-০ গোলে এগিয়ে যায় লেবাননের ক্লাবটি।

এরপর সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে তিতার দল। কিন্তু পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বসুন্ধরা কিংসকে।

বাংলাদেশ চ্যাম্পিয়নরা হারলেও তাদের সাবেক কোচ অস্কার ব্রুজোন ড্র নিয়ে মাঠ ছেড়েছেন। তার দল ইস্টবেঙ্গল ২-২ গোলে ড্র করেছে ভুটানের ক্লাব পারো এফসির সঙ্গে। আগামী ২৯ অক্টোবর ব্রুজোনের ইস্টবেঙ্গলের সঙ্গেই গ্রুপ পর্বের পরের ম্যাচ বসুন্ধরা কিংসের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত