পথটা আলাদা হয়ে গেছে। বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে অস্কার ব্রুজোন দায়িত্ব নিয়েছেন ইস্ট বেঙ্গলের। দুই দেশের দুই ক্লাব আর কিংস-অস্কারকে আবারও মিলিয়ে দিল এএফসি চ্যালেঞ্জ লিগ। এই টুর্নামেন্টে অস্কারের ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরে বিধ্বস্তই হলো কিংস।
মঙ্গলবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করেন দিমিত্রিওস দিয়ামানতাকোস, সৌভিক চক্রবর্তী, নন্দকুমার শেখর ও আনোয়ার আলি। প্রথম ৩৩ মিনিটে ৪ গোল আদায় করে ম্যাচের ভাগ্য গড়ে দেন তারাই। বিরতির পর গোছানো ফুটবল খেলে আক্রমণের ধার বাড়ালেও গোল পায়নি কিংস।
প্রথম মিনিটেই পিছিয়ে পড়েছিল কিংস। গোল করেন দিমিত্রিওস দিয়ামানতাকোস। ২০তম মিনিটে ব্যবধান বাড়ে সৌভিক চক্রবর্তীর গোলে। ২৬ মিনিটে নন্দকুমার শেখর ও ৩৩ মিনিটে অপর গোলটি আনোয়ার আলির।
৭৪ মিনিটে বদলি নামা শেখ মোরসালিন প্রতিপক্ষের গোলরক্ষক গিলকে একা পেয়েও শট না নিয়ে নষ্ট করেন সুযোগটা। ৮২ মিনিটে জোনাথন ফার্নান্দেসের জোরালো শট ফিরে আসে বারে লেগে।
ভ্যালেরিও তিতার শিষ্যদের তাই মাঠ ছাড়তে হয় হতাশা নিয়ে। প্রথম ম্যাচে নেজমাহ এফসির কাছে আত্মঘাতী গোলে হেরেছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয় ম্যাচেও হারল বড় ব্যবধানে।