Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

বসুন্ধরা কিংসের ফিটনেস কোচ ফ্রান্সের খলিল

বসুন্ধরা কিংসের ফিটনেস কোচ ফ্রান্সের খলিল চাকরুন ও সেটপিস কোচ  রোমানিয়ান দোরেল স্টইকা।
বসুন্ধরা কিংসের ফিটনেস কোচ ফ্রান্সের খলিল চাকরুন ও সেটপিস কোচ রোমানিয়ান দোরেল স্টইকা।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

অস্কার ব্রুজোনের পর বসুন্ধরা কিংস প্রধান কোচ হিসেবে ভালেরিউ তিতাকে নিয়োগ দিয়েছে। উয়েফা প্রো লাইন্সেসধারী এই কোচের সঙ্গে সহকারী হিসেবে থাকছেন নতুন ফিটনেস ট্রেনার ও সেটপিস কোচ।

বাংলাদেশ চ্যাম্পিয়ন দলটির ফিটনেস ট্রেনার হিসেবে যোগ দিচ্ছেন ফ্রান্সের খলিল চাকরুন। আর সেটপিস কোচ হিসেবে আসছেন আরেক রোমানিয়ান দোরেল স্টইকা। দেশের ফুটবল অবকাঠামোতে ক্লাব ফুটবলে সেটপিস কোচ খুব একটা দেখা যায় না। দেশের ফুটবলের পরাশক্তি বসুন্ধরা কিংস এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরতে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামছে তা বলার অপেক্ষা রাখে না।

খলিল চাকরুনের বায়োডাটা বেশ সমৃদ্ধই বলা যায়। বাংলাদেশে আসার আগে তিনি সর্বশেষ কাজ করেছেন সৌদি আরবের আল আইন ক্লাবে। এছাড়া তিনি ইন্দোনেশিয়ার এফসি বালি ইউনাইটেডে, বুলগেরিয়ার লুডোগোরেটস ক্লাবে, সার্বিয়ার এফসি রেড স্টার বেলগ্রেডের অনূর্ধ্ব-১৯ দলের কোচ , রোমানিয়ার এসিএস ফরেস্টা সুসেভা, সিএস কনকরডিয়া সিয়ানজা ও এফসি আস্ট্রা জিউরজিউ অনূর্ধ্ব-১৯ দলের ফিটনেস কোচ ছিলেন।

সেটপিস কোচ স্টইকা রোমানিয়ার সাবেক ফুটবলার। তার কোচিং ক্যারিয়ারও বেশ ভালোই। তিনি রোমানিয়ার ক্রায়োভা বিশ্ববিদ্যালয়ের একাডেমির কোচ ছিলেন। কাজ করেছেন জুনিয়রদের নিয়ে। এছাড়া সৌদি আরবের আল ইত্তিফাক এফসিতে, সিরিয়ার আল শরটা এসসি, এসসি তুরনু- সেভেরিন ক্লাবে। এছাড়া এফসি দ্রোবেতা ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।    

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত