নিভে গেল ফ্লাড লাইট। আকাশে ছুটলো আতশ বাজির ফোয়ারা। রঙিন আলোর রোশনাইয়ে ততক্ষণে আলোকিত বসুন্ধরা কিংস অ্যারিনা।
গলায় পদক ঝুলিয়ে রবসন রবিনহো, রাকিব হোসেনরা ব্যস্ত হয়ে গেলেন উদযাপনে। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়েই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলেন ফুটবলার, কোচ, ক্লাব কর্মকর্তারা। প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এমন আনন্দময় রাতে স্মরণীয় উদযাপন তো তাদেরই মানায়।
এর আগে গ্যালারিতে সমর্থকেরা উল্লাস করেছে স্মোক ফ্লেয়ার হাতে নিয়ে। আলোময় ধোয়ার কুন্ডুলির সঙ্গে নেচে গেয়ে একাকার দর্শকেরা। যাদের হাতে ছিল বসুন্ধরা কিংসের প্ল্যাকার্ড। যে প্ল্যাকার্ডে লেখা ছিল টানা ৫টি লিগ শিরোপা জয়ী বসুন্ধরা কিংসের নাম।
এবারের মৌসুমে ৩ ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। শনিবার কিংস অ্যারিনায় সেই শিরোপা তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারের ট্রফিটাও ছিল অনেকটা ইংলিশ প্রিমিয়ার লিগের আদলের।
যদিও শিরোপা হাতে নিয়ে উল্লাসের রাতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বসুন্ধরা কিংস। বাংলাদেশ পুলিশের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চ্যাম্পিয়নরা।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কিশোরদের হাত ধরে এর আগে মাঠে ঢোকেনি কোনও ফুটবলাররা। শনিবার বাংলাদেশ পুলিশ ও বসুন্ধরা কিংসের ম্যাচে যে দৃশ্য দেখা গেল।
মাঠে ঢোকার সময়ও হয়েছে ফায়ার ওয়ার্কস। দু পাশে লাইন দিয়ে ছোড়া আলোর ফোয়ারার মাঝ দিয়ে মাঠে ঢোকেন ফুটবলাররা। সে এক অন্য রকম দৃশ্যই ঘরোয়া ফুটবলের জন্য।
বসুন্ধরা কিংস এই ম্যাচটার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আগামী ২২ মের ফেডারেশন কাপের ফাইনালে। যে ম্যাচটি জিতলেই অধরা ট্রেবল উঠবে কোচ অস্কার ব্রুজোনের হাতে।
সেই কারণেই কিনা শনিবারের ম্যাচে ৮ বদল নিয়ে মাঠে নামে বসুন্ধরা কিংস। আগের লিগ ম্যাচ থেকে বিশ্রাম দেন গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। কোচ একাদশে রাখেননি ডিফেন্ডার তপু বর্মণ, ফরোয়ার্ড রাকিব হোসেন, মিগেল ফেরেইরা, সোহেল রানা ও ববুরবেক ইয়ুলদাসভকে। ৩ হলুদ কার্ডের খাড়ায় পড়ে সাদ উদ্দিনও খেলতে পারেননি।
৮ পরিবর্তন নিয়ে মাঠে নামা বসুন্ধরা কিংসের খেলা দেখেও বোঝা যাচ্ছিল।
গোল পেতে বেশ ঘাম ঝরেছে বসুন্ধরা কিংসের। ম্যাচের ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে প্রথম গোল পেতে। আগের ম্যাচে দলের বাইরে থাকা এমফোন উদো করেন প্রথম গোল (১-০)।
মাঝ মাঠ থেকে শেখ মোরসালিনের থ্রু পাস ধরে দরিয়েলতন বক্সে ঢোকেন। এরপর দারুণ ক্রস থেকে এমফোন উদোর হেডে বল ঢোকে জালে।
বিরতিতে যাওয়ার আগে গোল শোধের সুযোগ পায় পুলিশ। শাহ কাজেম কিরমানির পাস থেকে শাহেদ মিয়া ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু জটলায় পড়ে গিয়ে নষ্ট করলেন সুযোগ।
এরপর ৪৯ মিনিটে পুলিশের ফরোয়ার্ড এম এস বাবলু ওপেন নেটেও সুযোগ পেয়ে গোল করতে পারেননি।
প্রথমে এডওয়ার্ড মারিও বল নিয়ে ঢুকলেন বক্সে। এরপর পোস্টে শট নিলেন তিনি। সে যাত্রায় আনিসুর রহমান জিকো দারুণভাবে সেভ করেন। কিন্তু ফিরতি বলে বাবলু সামন থেকেও বল মারলেন বাইরে।
৫৯ মিনিটে মাহাদি ইউসুফ খানের গোলে ম্যাচে প্রথম সমতায় আসে পুলিশ। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার মাহাদি ইউসুফ খান শুরুতে খেলতেন বসুন্ধরা কিংসের হয়ে। সেই মাহাদি এবার পুলিশের হয়ে গোল করলেন বসুন্ধরা কিংস অ্যারিনায়। এবারও অ্যাডওয়ার্ড মারিও ছিলেন বলের যোগান দাতা।
ম্যাচের অবস্থা দেখে কোচ রাকিব ও তপু বর্মনকে নামিয়েছেন মাঠে। এই দুই ফুটবলার নেমেও ৬৯ মিনিটে পুলিশের এগিয়ে যাওয়া ২-১ ব্যবধানে। এই গোলটি করেন অ্যাডওয়ার্ড মারিও। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কারও জেতেন তিনি।
৭১ মিনিটে ভোজবাজির মতো বদলে গেল স্কোর। রবসন বক্সের বাইরে থেকে দরিয়েলতনকে বল বাড়িয়ে দেন। দরিয়েলত দারুণ প্লেসিংয়ে করেন ২-২। লিগে এটা দরিয়েলতনে ১৪তম গোল।
এরপর অবশ্য ইয়াসিন আরাফাত একটা ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। বসুন্ধরা কিংসেরও ট্রফি নেওয়ার রাতে জয় পাওয়া হয়নি।