Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ওয়ান্ডারার্সের জালে বসুন্ধরা কিংসের পাঁচ গোল

WhatsApp Image 2025-01-28 at 5.18.29 PM (1)
[publishpress_authors_box]

ফেডারেশন কাপে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের সেরা হয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

কোয়ালিফায়ার রাউন্ডে বসুন্ধরা কিংসের সঙ্গী হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তবে কপাল পুড়েছে ফর্টিস এফসির। ব্রাদার্সের সমান পয়েন্ট নিয়েও গোল গড়ে পিছিয়ে বিদায় নিয়েছে।

‘এ’ গ্রুপে মঙ্গলবার  ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে বিধ্বস্ত করেছে বসুন্ধরা কিংস। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাদার্স।

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা কিংস। ফর্টিসের সমান ৭ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের রানার্সআপ হয়েছে ব্রাদার্স। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ফর্টিস, পুলিশ এফসি ও ওয়ান্ডারার্স।

এই ম্যাচে চোট কাটিয়ে অনেক দিন পর বদলি খেলেছেন শেখ মোরসালিন। কিন্তু তিনি কোনও গোল পাননি। ১৭ মিনিটে বসুন্ধরা কিংস এগিয়ে যায়। জনি পাস বাড়িয়ে দেন মিগেল ফিগেইরাকে। কোনাকুনি শটে ১-০ করেন তিনি। ৪০ মিনিটে সোহেল রানা ২-০ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও কোণঠাসা হয়ে পড়ে ওয়ান্ডারার্স। দুরূহ কোণ থেকে মিগেল কাছের পোস্টে শট নিয়েছিলেন, কিন্তু এক ডিফেন্ডারের মাথায় লেগে দিক পাল্টে গোলকিপারকে বোকা বানিয়ে জালে জড়ায়। ৭০ মিনিটে জুনিয়র সোহেল রানার গোলে ব্যবধান বাড়ে আরও। সাত মিনিট পর কিংসের জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ফয়সাল আহমেদ ফাহিমের পাস জোনাথন ফের্নান্দেজের ব্যাকহিলে বলে পেয়ে যান দামাশেনো, তার আড়াআড়ি ক্রস থেকে পাওয়া বল অনায়াসে জালে জড়িয়ে দেন দূরের পোস্টে অরক্ষিত থাকা তপু বর্মণ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত