ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার সময় রবসন রবিনহোর মুখে লেগে ছিল স্নিগ্ধ হাসি। নিজে গোল করেননি। কিন্তু যে দুটি গোল হয়েছে ম্যাচে সেই দুটোতেই বড় অবদান ছিল এই ব্রাজিলিয়ান তারকার ।
আজকের ম্যাচের ফল
বসুন্ধরা কিংস ২ : ০ রহমতগঞ্জ |
বাংলাদেশের ফুটবলে রবিনহো কেন সেরা সেটা আবারও প্রমাণ হলো মঙ্গলবার। ফেডারেশন কাপে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। দুটো গোল করেছেন সোহেল রানা ও এমফন উদোহ। কিন্তু গোলের পেছনে বড় ভূমিকা রবিনহোর। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বানিয়ে দেওয়া বলে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।
মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যদিও শক্তির দিক দিয়ে এগিয়ে ছিল বসুন্ধরা কিংস।
প্রচণ্ড গরমের মধ্যে দুই দলকে স্বাভাবিক খেলাটা খেলতে বেশ কষ্ট করতে হয়েছে। তবুও ২৪ মিনিটে সোহেলের চমৎকার এক গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। রবিনহোর দিকে ছিল রহমতগঞ্জ ডিফেন্ডারদের নজর। সেই বলয় থেকে বেরিয় বক্সে ঢুকে বুদ্ধিদ্বীপ্ত পাসে অন্য প্রান্তে সোহেলকে বল বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বক্সের এক প্রান্ত থেকে সোহেলের জোরালো শট খুঁজে নেয় জাল। গোলরক্ষক মামুন আলিফ ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।
একটু পর এমফন উদোহর শট আলিফ প্রতিহত করে ব্যবধান বাড়তে দেননি। বিরতির আগে রহমতগঞ্জ চেষ্টা করেছে সমতায় ফেরার। কিন্তু ৪২ মিনিটে ঘানার স্যামুয়েল মেনসা কনে ডিফেন্ডার তপু বর্মণকে ছাড়িয়ে বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা সরাসরি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের মুঠোয় জমা পড়ে।
৬২ মিনিটে বসুন্ধরা কিংস ব্যবধান দ্বিগুণ করে। রবিনহোর দারুণ এক থ্রু পাস থেকে বক্সে ঢুকে এমফন আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে আলতো টোকায় জালে জড়িয়ে দেন বল।
বাকি সময়ে চেষ্টা করেও কোনও দল আর গোল করতে পারেনি।