Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

জানা গেল কেন পিছিয়ে গেল ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

Batman 2 20122024
[publishpress_authors_box]

দ্য ব্যাটম্যান পার্ট টু মুক্তি পিছিয়ে চলে গিয়েছে ২০২৭ সালে। আর এই ঘটনাকে ডিসি কমিক্সের এক “অন্ধকার দিন” বলছে অনেকেই।  ডিসি স্টুডিওর সিইও জেমস গান ব্যাখ্যা করেছেন পিছিয়ে দেওয়ার কারণ।

সিনেমার ঘোষণা দেয়ার সময় ওয়ার্নার ব্রাদার্স আর ডিসি ফিল্ম স্টুডিও প্রথমে ২০২৫ সালের কথা বলে পরবর্তীতে তা এক বছর পিছিয়ে দেয়। কয়দিন আগেই আরেক দফা এক বছর পিছিয়ে দেওয়া হয় দ্য ব্যাটম্যান পার্ট টু

সামাজিক মাধ্যম থ্রেড-এ এক পোস্টে জেমস গান জানালেন, পরিচালক ম্যাট রিভস তার সেরাটা দিতে চান ব্যাটম্যান এর এই সিক্যুয়েলে।

জেমস গান

তিনি লিখেছেন, “দেরির একমাত্র কারণ হলো পুরো স্ক্রিপ্ট এখনো তৈরি হয়নি। ম্যাট সেরা কিছু বানাতে চায়। আর চিত্রনাট্য লিখতে ঠিক কতদিন দিন এটা কেউ জানে না। চিত্রনাট্য শেষ হলে, প্রি-প্রোডাকশন, শুটিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করতে প্রায় দুই বছর সময় লেগে যায়।”

যদিও এ বছরের শুরুতে, এন্টারটেইনমেন্ট উইকলি জানিয়েছিল নির্মাতা ম্যাট রিভস নাকি ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’-এর চিত্রনাট্যের কাজ শেষ করে ফেলেছেন। শুরুতে ‘দ্য ব্যাটম্যান’-এর এই সিক্যুয়ালটি ২০২৫ সালে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত হয় ২০২৭ সালের ১ অক্টোবর।

প্রথম সিক্যুয়েলে ক্যাপড ক্রুসেডার রূপি রবার্ট প্যাটিনসন দ্য রিডলার এর ধাঁধার অর্থ উদ্ধারে অনুসন্ধানে নেমে পড়ে। প্রথম সিক্যুয়েল ‘ব্যাটম্যান’-এ আরও অভিনয় করেন জোয়ি ক্রাভিজ, অ্যান্ডি সার্কিস এবং কলিন ফ্যারেল। এই ব্লকবাস্টার সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ৭৭২ মিলিয়ন ডলার।

‘ব্যাটম্যান পার্ট টু’ মুক্তি পেতে আরও দুবছর। কিন্তু বসে নেই জেমস গান। দর্শকরা যখন ব্রুস ওয়েইনকে আবারও পর্দায় দেখতে হাঁসাফাঁস করছেন, ঠিক তখন জেমস গান ডিসি ইউনিভার্সের বেশ কিছু সিনেমা পর্দায় নিয়ে আসতে ব্যস্ত সময় পার করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ‘সুপারম্যান’, ‘সুপারগার্ল: উইম্যান অফ টুমরো’, এবং ‘ক্লে ফেস’ দু-এক বছরের মধ্যেই মুক্তি পাবে।

এদিকে ফোর্বস-এর দেওয়া তথ্য অনুযায়ী, পরিচালক ম্যাট রিভস এই সিক্যুয়েল নিয়ে কিছু ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, “পরবর্তী সিনেমায় আমরা এক ধূসর জগতে প্রবেশ করবো।”

ম্যাট রিভস

৫৮ বছর বয়সী এই চলচ্চিত্র পরিচালক আরও বলেন, “এতে দেখা যাবে, অনেক বেশি মানুষ একে অপরের প্রতিপক্ষে পরিণত হয়েছে। শহরে দেখা যাবে অনেক বেশি বিভাজন। অনেকটাই আমাদের বর্তমান বিশ্বের মতো। যেখানে অনেক মানুষ কেবল নিজেদের বৃত্তে আটকে আছে। তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে না।”

এর আগে বিনোদন ম্যাগাজিন ভালচারে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাট রিভস তার সিনেমা নির্মাণের সৃজনশীল প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।  

তিনি বলেন, “আমার কাছে সিনেমা নির্মাণ মানে আমার নিজের পৃথিবীকে ভাষা দেওয়া। ছোটবেলা থেকেই যখন সিনেমা বানাতাম, তখন ক্যামেরা হাতে থাকার মানে ছিল নিজের নিয়ন্ত্রিত একটি জগত। ব্যাটম্যানও তার ব্যতিক্রম হবে না। এতে দেখা যাবে, সে বারবার ফিরে তাকাচ্ছে তার অতীতের ঘটনাগুলোর দিকে, যেগুলোর ওপর তার নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু ঘটনাগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত