Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকায় চলতে পারবে ব্যাটারিচালিত অটোরিকশা : ওবায়দুল কাদের

আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

চালকদের বিক্ষোভ ও আন্দোলনের মধ্যেই ঢাকার শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এল সরকার। দেশের ২২টি মহাসড়কের থ্রি হুইলার চলাচলের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকলেও ঢাকার রাস্তায় চলতে পারবে এই ধরনের যান।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঢাকার রাস্তায় চলতে পারবে ব্যাটারিচালিত অটোরিকশা।

ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, “বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধুমাত্র ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“তবে ২২টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।”

আওয়ামী ওলামা লীগের সভাপতি কে এম আব্দুল মমিন সিরাজীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, “ওলামা লীগে চাঁদাবাজের স্থান নেই। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে। শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইলে যা খুশি বলবেন, এই রকম লোকের আমাদের দরকার নেই।”

এসময় ওলামা লীগের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সংগঠনের কোনও নেতা যেন দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য না দেন, সে বিষয়েও সতর্ক করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফাসহ অন্যরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত