Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

শিক্ষার্থীকে বেধড়ক পেটাল ব্যাটারি রিকশা চালকরা

ব্যাটারি রিকশা চালকদের বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হন এক তরুণ। ছবি : সকাল সন্ধ্যা
ব্যাটারি রিকশা চালকদের বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হন এক তরুণ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ব্যাটারি রিকশা চালকদের বিক্ষোভের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের এক তরুণ বেধড়ক পিটুরি শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই তরুণ একজন শিক্ষার্থী ছিলেন। তবে তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থী তা নিশ্চিত করতে পারেনি কেউ।

বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও ওই শিক্ষার্থীর পরিচয় জানাতে পারেনি তারা।

ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার বলেন, “ওই শিক্ষার্থীর পরনে কোনো ইউনিফর্ম ছিল না। তাই তার পরিচয় জানতে পারিনি।”

কী কারণে মারপিটের ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, “আমি জানি না কোথা থেকে কী হলো। অটোরিকশার চালকরা আন্দোলন করছিল, হুট করে এই ঘটনা ঘটে গেল।”

ঘটনাস্থলে থাকা রাকিন আহমেদ নামে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী সকাল সন্ধ্যাকে বলেন, ওই শিক্ষার্থী অটোচালকদের আন্দোলন বন্ধের অনুরোধ করেছিলেন। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে একদল আন্দোলনকারীরা তাকে মারতে শুরু করে। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালান তিনি।

আশপাশে পুলিশ সদস্যরা থাকলেও তাকে কেউ বাঁচানোর চেষ্টা করেনি বলেও দাবি রাকিনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত