Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মিরপুর টেস্টে নেই বাভুমা, ফিরলেন এনগিদি

চোটে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ছবি: এক্স
চোটে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের অধিনায়ক তেম্বা বাভুমা। তার নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। সেই শঙ্কাই সত্যি হলো। মাংসপেশীর চোটে প্রোটিয়া অধিনায়ক খেলতে পারছেন না ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে। এক বিজ্ঞপিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

বাভুমা ছিটকে যাওয়ায় প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। এর আগে চোটে সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন পেসার নানদ্রে বার্গার। তার জায়গায় দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে ফিরিয়েছে লুঙ্গি এনগিদিকে। আর বাভুমার জায়গায় প্রথম টেস্টের স্কোয়াডে যোগ করা হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসকে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাংসপেশীর চোট থেকে সেরে উঠতে কাজ করে যাচ্ছেন বাভুমা। তিনি মঙ্গলবার (১৫ অক্টোবর) দলের সঙ্গেই বাংলাদেশে পৌঁছাবেন। এখানেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া, যাতে দ্বিতীয় টেস্টে তিনি ফিরতে পারেন। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।

গত ৬ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারেননি বাভুমা। ৪ অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া কনুইয়ের চোটে ছিটকে যান তিনি। তার অনুপস্থিতিতে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন রাসি ফন ডের ডুসেন। কারণ এই সিরিজে বিশ্রামে ছিলেন মারক্রাম।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বাভুমার জায়গায় ডাক পাওয়া ব্রেভিসের এখনও টেস্ট অভিষেক হয়নি। প্রোটিয়াদের হয়ে শুধু দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। তবে প্রথম শ্রেণিতে ১২ ম্যাচের অভিজ্ঞতা খারাপ নয়। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে এই অলরাউন্ডার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলেছিলেন ৪৯ ও ৭৪ রানের দুটি ইনিংস।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ছিলেন না এনগিদি। তবে বার্গারের চোট আবার তাকে দলে ফিরিয়েছে। ডানহাতি পেসার যোগ দেওয়ায় দক্ষিণ আফ্রিকা পেস আক্রমণের শক্তি আরও বাড়ল। আগে থেকেই স্কোয়াডে ছিলেন কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও উইয়ান মুল্ডার।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটসকি, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), কাইল ভেরেইন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, ডেন পিড, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ডেওয়াল্ড ব্রেভিস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত