৩৫২ দিন আগে বোখুমের কাছে হেরেছিল বায়ার লেভারকুসেন। সেটাই ছিল তাদের শেষ হার। সেই বোখুমকে রবিবার ৫-০ গোলে বিধ্বস্ত করে ৫৯ বছর আগের একটা রেকর্ড ভাঙল লেভারকুসেন।
১৯৬৩ থেকে ১৯৬৫ পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলে টানা ৪৯ ম্যাচ অপরাজিত ছিল পর্তুগালের ক্লাব বেনফিকা। সেই রেকর্ড পেছনে ফেলে লেভারকুসেন অপরাজিত টানা ৫০ ম্যাচ। ম্যাচ শেষে ৫০ লেখা বেলুন উড়িয়ে উদযাপনও করেছেন খেলোয়াড়রা।
এই ৫০ ম্যাচে তারা গোল করেছে ১৪১টি। ম্যাচ প্রতি প্রায় ৩টি করে গোল! এমন পরিসংখ্যানই বলছে কতটা আক্রমণাত্মক ছিল লেভারকুসেন। রবিবার বোখুমের প্যাসালাক লালকার্ড দেখেন ১৫তম মিনিটে। এরপর আর দাঁড়াতেই পারেনি পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দলটি।
ম্যাচ শেষে লেভারকুসেন কোচ জাবি আলোনসোও বললেন সে কথা, ‘‘ লাল কার্ডটার পর ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। ছেলেরাও খেলেছে সেরাটা।’’
বুন্দেসলিগার অপর ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে উলফসবুর্গকে। ম্যাচটা ছিল বুন্দেসলিগায় বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়্যারের ৫০০তম। মাইলফলকের ম্যাচে কোনও গোল হজম করেননি তিনি।