Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপার শিরোপা আতালান্তার

আতালান্তার ইউরোপা লিগের শিরোপা উদযাপন। ছবি: টুইটার
আতালান্তার ইউরোপা লিগের শিরোপা উদযাপন। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

হার কী জিনিস, ভুলেই গিয়েছিল বায়ার লেভারকুসেন। দিনে দিনে সময় তো আর কম হয়নি। গত বছরের ২৭ মে সবশেষ হারের তিক্ততা পেতে হয়েছিল। সেই হিসাবে প্রায় এক বছর অপরাজিত থাকার আনন্দ সঙ্গী জার্মান ক্লাবটির। সব কিছুর যেমন শেষ আছে, তেমনি লেভারকুসেনও এটির শেষ দেখল। ইউরোপা লিগের ফাইনালে গিয়ে চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখল জাবি আলোনসোর দল।

বুধবার (২২ মে) রাতে আলাতান্তার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লেভারকুসেন। ডাবলিনের অ্যাভাইভা স্টেডিয়ামে আদেমোলা লুকমানের হ্যাটট্রিকে ৬১ বছরের ট্রফিখরা কেটেছে আতালান্তার। নিজের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান শিরোপার স্বাদ পেয়েছে ইতালিয়ান ক্লাবটি।

এবারের ইউরোপা লিগের ফাইনালে পরিষ্কার ফেভারিট ছিল লেভারকুসেন। সেটা অবশ্যই তাদের সাম্প্রতিক ফর্ম বিবেচনায়। কেনই-বা তাদের এগিয়ে রাখা হবে না! একটি দল যারা বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখের কর্তৃত্ব ভেঙে উড়িয়েছে সাফল্যের পতাকা। দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছে ক্লাব ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা।

শুধু লিগ নয়, জার্মান কাপ ও ইউরোপা লিগেও ছিল তাদের দাপট। জয় কিংবা ড্র- লেভারকুসেন মাঠে নামলে এটাই ছিল ফল। তাতে রেকর্ডের পর রেকর্ড গড়তে থাকে। ইউরোপা লিগের ফাইনালে নেমেছিল তারা টানা ৫১ ম্যাচ না হেরে। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই চলতি মৌসুম শেষ করতে পারতো নিখুঁতভাবে।

কিন্তু লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে দিল আতালান্তা। ইউরোপা লিগের ফাইনালে আলোনসোর দলকে মাটিতে নামিয়ে শিরোপা উৎসব করল ইতালিয়ান ক্লাবটি। তাদের এই জয়ের নায়ক লুকমান। দুই অর্ধ মিলিয়ে এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের হ্যাটট্রিকে হতাশায় ডোবে জার্মান চ্যাম্পিয়নরা।

ফাইনালের মাত্র ১২তম মিনিটে আতালান্তাকে এগিয়ে নেন লুকমান। এরপর ২৬ মিনিটে দ্বিতীয় গোল ও ৭৫ মিনিটে আরও একবার জাল খুঁজে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

৩-০ গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর কঠিন। এরপরও আশায় ছিলেন লেভারকুসেন সমর্থকরা। কারণ চলতি মৌসুমে অনেক ম্যাচ শেষ মুহূর্তে গিয়ে জিতেছে বা ড্র করেছে জার্মান ক্লাবটি। তবে এবার আর ‘অলৌকিক’ কিছু ঘটেনি। আতালান্তার ম্যাজিকে থেমেছে লেভারকুসেনের স্বপ্নযাত্রা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত