বায়ার্ন ১ : ০ আর্সেনাল
(দুই লেগ মিলিয়ে বায়ার্ন এগিয়ে ৩ : ২ ব্যবধানে)
১১ মৌসুম পর বুন্দেসলিগার রাজত্ব হারিয়েছে বায়ার্ন মিউনিখ। তারা ছিটকে গেছে জার্মান কাপ থেকেও। শিরোপা জয়ের সুযোগ শুধু চ্যাম্পিয়নস লিগে। সেই আশাটা বায়ার্ন জিইয়ে রাখল সেমিফাইনালে পৌঁছে।
বুধবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে তারা ১-০ গোলে হারাল আর্সেনালকে। প্রথম লেগে দুই দল ড্র করেছিল ২-২’এ। দুই লেগ মিলিয়ে বায়ার্ন এগিয়ে ৩-২’এ।
৬৩ মিনিটে একমাত্র গোলটি জোশুয়া কিমিখের। এই গোল আর শোধ করতে পারেনি মিকেল আরতেতার শিষ্যরা। সবশেষ ২০০৯ সালে সেমিফাইনাল খেলেছিল তারা। শেষ চারের টিকিটের জন্য আর্সেনালের অপেক্ষা বাড়ল আরও।
নকআউট বলেই শুরুতে সতর্ক ছিল দুই দল। ম্যাচে প্রথম লক্ষ্যে শট নেন জামাল মুসিয়ালা। ২৪ মিনিটে তার দূরপাল্লার আচমকা শট ঝাঁপিয়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।
৩১ মিনিটে মার্টিন ওডেগার্ড-এর পাস বিপজ্জনক জায়গায় পেয়েও মানুয়েল নয়ার বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করেন আর্সেনালের গাব্রিয়েল মার্তিনেল্লি।
বিরতির পর দ্বিতীয় মিনিটে গোরেৎজকার জোড়ালো হেড প্রতিহত হয় ক্রসবারে। তবে ৬৪ মিনিটে আর হতাশ হতে হয়নি তাদের। দূরের পোস্টে করা গেরেইরার ক্রস দারুণ গতিতে গাব্রিয়েল মার্তিনেল্লিকে এড়িয়ে হেডে জাল খুঁজে নেন কিমিখ। এই গোলটাই আর শোধ করতে পারেনি আর্সেনাল।