Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

গার্দিওলার পাশে জাবি, শিরোপার জন্য চাই একটা জয়

শিরোপা থেকে আর ৩ পয়েন্ট দূরে লেভারকুসেন। ছবি : এক্স
শিরোপা থেকে আর ৩ পয়েন্ট দূরে লেভারকুসেন। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

হেইডেনহেইম ৩ : ২ বায়ার্ন

ইউনিয়ন বার্লিন ০ : ১ লেভারকুসেন

বায়ার্ন মিউনিখের রাজত্ব শেষ হওয়া এখন সময়ের অপেক্ষা। টানা ১১ মৌসুমে জার্মান বুন্দেসলিগা জিতেছে তারা। সেই মুকুট কাড়তে বায়ার লেভারকুসেনের চাই আর একটা জয়, মানে ৩ পয়েন্ট।

আজ (শনিবার) হেইডেনহেইমের বিপক্ষে নিজেদের মাঠে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। সেই ম্যাচ তারা অবিশ্বাস্যভাবে হেরে বসে ৩-২ গোলে!

 হ্যারি কেইন ও সার্জ জিনাব্রির গোলে বিরতির আগে ২-০তে এগিয়ে ছিল বায়ার্ন। ম্যাচটা তারা হারে ৫০ মিনিটে কেভিন সেসা আর ৫১ ও ৭৯ মিনিটে টিম ক্লেইনডিয়েন্টসের গোলে।

তাতেই সুবিধাটা হয়েছে লেভারকুসেনের। তারা অপর ম্যাচে ১-০ গোলে হারিয়েছে ইউনিয়ন বার্লিনকে।

এই জয়ে রেকর্ডও হয়েছে একটা। লিগ শুরুর পর এ নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত লেভারকুসেন। বুন্দেসলিগায় এটা যৌথ সেরা। ২০১৫-১৬ মৌসুমে পেপ গার্দিওলার বায়ার্ন অপরাজিত ছিল সমান ২৮ ম্যাচে।

পরের ম্যাচটি লেভারকুসেন ঘরের মাঠে খেলবে ওয়ের্ডার ব্রেমনের সঙ্গে। সেই ম্যাচটা জিতলেই নিশ্চিত করবে বুন্দেসলিগা।

২৮ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট  নিয়ে শীর্ষে এখন লেভারকুসেন। সমান ম্যাচে দুইয়ে থাকা বায়ার্নের পয়েন্ট ৬০। ৩৪ রাউন্ডের বুন্দেসলিগার বাকি আর ৬ ম্যাচ। পরের রাউন্ডে লেভারকুসেন জিতলে তাদের পয়েন্ট হবে ৭৯।

বিরতির আগে ২ গোলে এগিয়ে থেকেও হেরেছে বায়ার্ন মিউনিখ। ছবি : এক্স

বায়ার্ন বাকি ৬ ম্যাচ জিতলেও ৭৮ পয়েন্টের বেশি পাবে না। তবু ছাড়িয়ে যেতে পারবে না জাবি আলোনসোর দলকে। শিরোপা জেতাটা তাই সময়ের অপেক্ষা।

এজন্য খুশি জাবি, ‘‘আমার ভীষণ গর্ব হচ্ছে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম, সফল হয়েছি এজন্যই।’’

বার্লিনের জমাট রক্ষণের জন্য গোল আদায় করতে পারছিল না লেভারকুসেন। বিরতির আগে যোগ করা সময়ের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ফ্লোরেইন ভির্টজ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত