‘বায়ার্নের খারাপ সময় কাটাতে বোখুমকে নিয়ে আস’-মজা করেই জার্মানিতে বলা হয় এটা। কারণ সর্বশেষ পাঁচবারের দেখায় বোখুমকে তিনবার ৭-০ গোলে হারিয়েছে বায়ার্ন। সেই প্রিয় প্রতিপক্ষ বোখুম বুন্দেসলিগায় কাল (রবিবার) রাতে ৩-২ গোলে হারিয়ে দিল বায়ার্নকে!
এটা গত তিন ম্যাচে টানা তৃতীয় হার বায়ার্নের। এই মৌসুমে যা বায়ার্নের সপ্তম হার। কোচ টমাস টুখেলের সময়ে ৪৪ ম্যাচে তারা হারল ১১টিতে। এমন পরিসংখ্যানই বলছে কিছুই ঠিকঠাক চলছে না ক্লাবটিতে। বোখুমের কাছে হারের পর তাই দলটির জার্মান তারকা লিওন গোরেৎজকা বললেন,‘‘মনে হচ্ছে ভৌতিক একটা সিনেমা চলছে, যা শেষ হবে না। সবকিছু আমাদের বিপক্ষে যাচ্ছে। বোকা বনে যাচ্ছি আমরা।’’
এমন হারে বুন্দেসলিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল বায়ার্ন। শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে তারা পিছিয়ে ৮ পয়েন্টে। ২২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৫০, সমান ম্যাচে লেভারকুসেনের ৫৮।
লেভারকুসেনের কাছেই লিগে সর্বশেষ হেরেছিল তারা। এরপরের হারটা চ্যাম্পিয়নস লিগে লাৎসিওর বিপক্ষে। সেই ম্যাচে লালকার্ড দেখেছিলেন দায়ত উপামেকানো। কাকতালীয়ভাবে উপামেকানো ৭৬ মিনিটে আবারও লালকার্ড দেখলেন বোখুমের বিপক্ষে। ১০ জন নিয়ে হারের পর বায়ার্ন কোচ টমাস টুখেল জানালেন, ‘‘সব হারের পরই চাপ থাকে। এখন শিরোপা খুব বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে না। গত মৌসুমে শেষ দিন পর্যন্ত আমরা বিশ্বাস রেখেছিলাম। সেটার পুরস্কার পেয়েছি। এবারও করে যাব নিজেদের কাজটা।’’
১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। বোখুমের হয়ে ৩৮ মিনিটে আসানো, ৪৪ মিনিটে কিভেন ও ৭৮ মিনিটে তৃতীয় গোলটি করেন স্টোগার। ৮৭ মিনিটে ব্যবধান কমিয়েছিলেন হ্যারি কেইন।
২২তম ম্যাচ এটা লিগে ২৫তম গোল কেইনের। বুন্দেসলিগায় এটি দ্রুততম সময়ে ২৫ গোলের কীর্তি।। এর আগে ২৫ ম্যাচে ২৫ গোল করেছিলেন বরুসিয়া ডর্টমুন্ডে খেলা আর্লিং হলান্ড। তবে রেকর্ড গড়েও দলের হার এড়াতে পারেননি কেইন।