Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

লেভারকুসেনকে চ্যাম্পিয়ন মেনে নিল বায়ার্ন

ডর্টমুন্ডের কাছে হেরে ১৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে বায়ার্ন। ছবি : এক্স
ডর্টমুন্ডের কাছে হেরে ১৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে বায়ার্ন। ছবি : এক্স
[publishpress_authors_box]

টানা ১১ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সেই রাজত্ব শেষ হওয়ার ক্ষণ গুণছে তারা। শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের কাছে নিজেদের মাঠেই হেরেছে ২-০ গোলে। এটা ১০ বছর পর মিউনিখে বুন্দেসলিগায় প্রথম জয় ডর্টমুন্ডের।

দশম মিনিটে ডর্টমুন্ডকে এগিয়ে নেন তরুণ জার্মান ফরোয়ার্ড কারিম আদেইয়েমি। ৮৩তম মিনিটে জোড়ালো শটে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়ের ডিফেন্ডার ইউলিয়ান। ম্যাচে কয়েকটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বায়ার্ন।

অপর ম্যাচে পিছিয়ে পড়েও হফেনহাইমের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বায়ার লেভারকুসেন। ৮৮ মিনিটে আনদিরক সমতা আনার পর ইনজুরি টাইমের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন শিক। এই জয়ে ২৭ ম্যাচ শেষে লেভারকুসেনের পয়েন্ট ৭৩। এর চেয়ে কম পয়েন্ট পেয়ে গতবার লিগ জিতেছিল বায়ার্ন। এবার দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৬০।

এখনই ব্যবধান ১৩ পয়েন্টের। এই ব্যবধান মেটানো অসম্ভবই মনে করছেন বায়ার্ন কোচ টমাস টুখেল। তাই লেভারকুসেনকে অগ্রিম চ্যাম্পিয়ন মেনে শুভেচ্ছাও জানালেন তিনি, ‘‘হ্যাঁ, অবশ্যই (শিরোপার লড়াই শেষ হয়ে গেছে)। এই ম্যাচের পর আর পয়েন্টের হিসেব রাখার দরকার নেই। লেভারকুসেনকে শুভেচ্ছা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত