১০০ মিলিয়ন ইউরোয় টটেনহাম থেকে হ্যারি কেইনকে এনেছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় সবচেয়ে বেশি অঙ্কের ট্রান্সফার সেটা। গোলের মালা গেঁথে নিজের দামের কারণ বুঝিয়ে চলেছেন কেইন।
কাল (শনিবার) বুন্দেসলিগায় ডার্মস্টাড ৯৮-এর বিপক্ষে ৫-২ গোলের জয়ে ম্যাচে একবার লক্ষ্যভেদ করেছেন কেইন। জোড়া গোল জামাল মুসিয়ালার, একটি করে গোল জিনাব্রি ও মাতিয়াস টেলের।
এক গোলে বুন্দেসলিগার ৬০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন কেইন। জার্মানির শীর্ষ এই লিগে অভিষেক মৌসুমে কেইনের গোল ৩১টি। ১৯৬৩-৬৪ মৌসুমে অভিষেকে ৩০ গোলের রেকর্ড ছিল উয়ে শিলারের (সেবারই প্রথম চালু হয়েছিল বুন্দেসলিগা)।
এটা লিগে এক মৌসুমে কেইনেরও সবচেয়ে বেশি গোলের নজির। টটেনহামে ২০১৭-২০১৮ মৌসুমে নিজের সেরা ৩০ গোল করেছিলেন তিনি।
ইতিহাস গড়ার দিনে আবার ইনজুরিতে পড়েছেন কেইন। ৮১ মিনিটে পোস্টে লেগে গোড়ালিতে ব্যথা পান তিনি। ২৩ মার্চ ব্রাজিলের বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা জানা যায়নি এখনও।
এই জয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা লেভারকুসেনের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বায়ার্ন মিউনিখ। ২৫ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৬৭। ২৬ ম্যাচে কেইনদের পয়েন্ট ৬০।