Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

দিকহারা বায়ার্ন, ফিরে আসা পিএসজি

কেইন-৭
[publishpress_authors_box]

বুন্দেসলিগার শিরোপা দৌড়ে লেগেছে বড় ধাক্কা। এবার চ্যাম্পিয়নস লিগেও নড়বড়ে বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান প্রতিযোগিতাটির শেষ ষোলোর প্রথম লেগে হেরেই গেছে জার্মান চ্যাম্পিয়নরা। তাদের মতোই অবস্থা হতে যাচ্ছিল ফ্রান্সের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ের। তবে দ্বিতীয়ার্ধে ফিরে এসে জয় দিয়ে শেষ করেছে প্রথম লেগ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে লাৎসিও’র মাঠে আতিথ্য নিয়েছিল বায়ার্ন। প্রতিপক্ষের মাঠ হলেও শক্তিমত্তায় বায়ার্ন ছিল এগিয়ে। তবে ম্যাচের ফলে অন্য কথা। চিরো ইমোবিলের পেনাল্টিতে স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে বায়ার্নকে।

আগের ম্যাচেই, বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের কাছে বিধ্বস্ত হয়েছে বায়ার্ন। ৩-০ গোলের হারে শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়েছে তারা। লেভারকুসেন ম্যাচের বাজে পারফরম্যান্সে ভীষণ চটেছে বায়ার্ন বোর্ড। সুতোয় ঝুলছে কোচ টমাস টুখেলের চাকরি। ওই ধাক্কা কাটিয়ে না উঠতেই লাৎসিও’র কাছে হার।

শুধু তো হার নয়, বায়ার্নের খেলায় তাল-লয় কিছুই ছিল না। আক্রমণে গিয়ে খেই হারিয়েছে বারবার। জার্মান চ্যাম্পিয়নরা এমনভাবে দিক হারিয়েছে যে, লাৎসিও বিপক্ষে গোলমুখে একটিও শট নিতে পারেনি! অথচ ৬১ শতাংশ বল পজেশন তাদের।

অবশ্য তাদের এই হারের পেছনে একজন খেলোয়াড় কম নিয়ে খেলার প্রসঙ্গ টানতে পারেন অনেকে। কারণ ৬৭ মিনিটে নিজেদের সীমানায় ফাউল করে দায়োত উপামেকানো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন। একইসঙ্গে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের এগিয়ে নেন ইমোবিলে। কিন্তু এই গোলের আগে-পরে বায়ার্নের খেলায় গোছানো পারফরম্যান্স দেখা যায়নি। আক্রমণে উঠলেও ফাইনাল থার্ডে এসে কাজ করতে পারেনি।

জিতেছে পিএসজি

বায়ার্ন না পারলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। এই জয়ের পথে গোল করে নতুন একটি রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা ১০ ম্যাচে গোল করলেন তিনি। সব মিলিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে টানা ১৩ গোল তার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত