বুন্দেসলিগায় এমনিতেই অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। টানা এক দশক এই লিগের শ্রেষ্ঠত্ব তাদের। সে সঙ্গে টানা ৬৫ ম্যাচ নিজেদের মাঠে লিগে গোল করার কীর্তি ছিল তাদের। অবশেষে থামল বায়ার্ন।
রবিবার নিজেদের মাঠে ১-০ গোলে বায়ার্ন হেরে গেছে ওয়ের্ডার ব্রেমনের কাছে। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে টানা ৬৫ ম্যাচ পর প্রথমবার নিজেদের মাঠে গোল পেল না তারা। ৫৯ মিনিটে ব্রেমনের হয়ে একমাত্র গোলটি মিচেল ওয়েইসারের।
২০০৮ সালের পর মিউনিখে এটাই প্রথম জয় ব্রেমনের। ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা আছে ১৩ নম্বরে। বায়ার্ন মিউনিখ ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আরও পিছিয়েছে শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের থেকে। এক ম্যাচ বেশি খেলা লেভারকুজেনের পয়েন্ট ৪৮।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র দল হিসেবে অপরাজিত আছে লেভারকুজেন। ১৮ ম্যাচে তারা জিতেছে ১৫টি, ড্র ৩টি। গোল করেছে ৫০টি, হজম ১৪টি। এজন্যই দলটির কোচ জাভি অলন্সোর ওপর নজর রাখছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলোত্তির পর নিজেদের সাবেক তারকাটিকে কোচ হিসেবে ফিরিয়ে আনতে পারে তারা।