ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সভাগুলো ভার্চুয়ালি বা হাইব্রিড পদ্ধতিতে করা যাবে না।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নেওয়া আগের ওই নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে এ ধরনের সভায় ব্যাংকে উপস্থিত হতে হবে সদস্যদের।
বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। ওই সার্কুলারে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চার দফায় দেওয়া হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজনের নির্দেশনা বাতিল করা হয়ে বলে জানানো হয়।
নতুন সার্কুলারে বলা হয়, আগের নির্দেশনার মাধ্যমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে এবং পরবর্তীতে ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভাসহ বিভিন্ন সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং হাইব্রিড পদ্ধতিতে (কিছুসংখ্যক সদস্য সভায় সরাসরি অংশগ্রহণ ও অবশিষ্ট সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অনুষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছিল।
বর্তমানে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে কমে আসায় এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় ব্যাংকের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে চলমান রাখার লক্ষ্যে আগের নির্দেশনা বাতিল করা হলো বলে উল্লেখ করা হয় নতুন নির্দেশনায়।
তবে শতভাগ দেশীয় মালিকানাধীন নয়– এমন ব্যাংক-কোম্পানির বিদেশি পরিচালকরা ব্যাংকের পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটিগুলোর সভায় অন-লাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক, যা এখন থেকেই কার্যকর বলেও সার্কুলারে জানানো হয়।