Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫
Beta
রবিবার, ১৫ জুন, ২০২৫

তামিমের বিদায়ে বিপদ বাংলাদেশের

তানজিদ তামিম
[publishpress_authors_box]

শ্রীলঙ্কার দেয়া ২৩৬ রানের লক্ষ্যে নেমে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। ২৫ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১২৫। দলকে টেনে নিচ্ছিলেন সৌম্য সরকারের কনকাশন বদলী হিসেবে নামা তানজিদ হাসান তামিম। অথচ ২৬তম ওভারেই ফিরলেন ৮৪ রানে।  

ইনিংসের শুরু থেকেই সাবলীল খেলছিলেন তামিম। দুর্দান্ত সব ড্রাইভের সঙ্গে ছিল নজর কাড়া লফটেড অন ড্রাইভগুলো। ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এমন আত্মবিশ্বাসী ও স্বচ্ছন্দ ইনিংস খেলেছিলেন তামিম। সেদিন ৫১ রানে আটকে গেলেও সোমবার ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন।

৬০ রানে একবার জীবন পেয়েছিলেন তামিম। ওই ভুল শুধরে নিজের ইনিংসের পাশাপাশি দলকেও টানছিলেন দারুণ। কিন্তু ২০ ওভার পর ৫ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ আউট হন তামিমও।

এর আগে তাওহিদ হৃদয় ২২, মাহমুদউল্লাহ ১ রানে ফিরলে ২ উইকেটে ১০৫ থেকে মুহুর্তেই ৫ উইকেটে ১৩০ রানে পরিণত হয় বাংলাদেশ।

শুরুদে এনামুল হক বিজয় ১২ ও নাজমুল হোসেন শান্ত ১ রানে বিদায়ে নেন। বাংলাদেশের ৫ ব্যাটারের চারজনকেই ফিরিয়েছেন পেসার লাহিরু কুমারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত