Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

তাসকিনের তোপে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে

বাংলাদেশ-শ্রীলঙ্কা
[publishpress_authors_box]

জ্বলে উঠলেন তাসকিন আহমেদ। তার দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে ৪৪ ওভারে ৭ উইকেটে ২৩০ রান করেছে লঙ্কানরা।

ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে উঠেছে শ্রীলঙ্কা। ২৫ ওভার শেষে দলটির রান ছিল ৩ উইকেটে ১২৪। ওই অবস্থান থেকে ৪০ ওভার শেষে ৫ উইকেটে করেছিল ২২০ রান।

শেষ ১০ ওভারে ৩০০ ছোঁয়া স্কোর চোখ ছিল সফরকারীদের। তবে দ্রুত উইকেট হারানোয় সেই সম্ভবনা অনেকটাই ফিকে হয়ে যায়। অবশ্য বাংলাদেশের বোলারদের পাল্টা জবাব দিয়েছেন অধিনায়ক কুশল মেন্ডিস ও জানিত লিয়ানাগে। দুই ব্যাটারই পেয়েছেন হাফসেঞ্চুরি।

ইনিংসের ১০ ওভার শেষে তানজিম সাকিবের গতির কাছে পরাস্ত হয়েছিল শ্রীলঙ্কা। টানা তিন ওভারে তিন উইকেট তুলে সফরকারীদের রানের গতি আটকে দেন সাকিব। পরে মেহেদি হাসান মিরাজ ১৮ রান করা চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে আরও চাপে ফেলেন।

ওই অবস্থা থেকে ৬৯ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন মেন্ডিস ও জানিত। মেন্ডিস ৫৯ রানে ফিরলেও জানিথ দলকে টানছেন ফিফটি করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত