Beta
শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

খুব বড় স্কোর পায়নি শ্রীলঙ্কা

দলের পক্ষে সবচেয়ে কম রান দিয়েছেন মিরাজ। ছবি : বিসিবি।
দলের পক্ষে সবচেয়ে কম রান দিয়েছেন মিরাজ। ছবি : বিসিবি।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

চট্টগ্রামে শেষ ৫ ওয়ানডেতে প্রথম ইনিংসের গড় স্কোর ২৫৬। সিরিজের প্রথম ওয়ানডেতে পরিসংখ্যান মেনে শ্রীলঙ্কা সেই সংখ্যার আশেপাশেই আছে। টস জিতে আগে ব্যাট করে ২৫৫ রান তুলেছে তারা।

মধ্য দুপুরে শুরু হওয়া ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ পেসাররা। রোদের উত্তাপ উপেক্ষা করে সেরাটা দিতে হয়েছে তাদের। সে লক্ষ্যে পুরোপুরি সফল বলা যায় তাসকিন-শরিফুল-সাকিবদের। শ্রীলঙ্কাকে শুরুর ধাক্কাটা দিয়েছেন সাকিব। ১০ ওভারে বিনা উইকেটে ৭১ তুলে ফেলা শ্রীলঙ্কাকে শুরুর ধাক্কা দিয়েছেন তিনি।

১০, ১২, ১৪ টানা তিন ওভারে তিন উইকেট নেন এ পেসার। শুরু থেকেই দারুণ বৈচিত্র রেখে বল করেছেন সাকিব। ওভারপ্রতি ৫ গড়ে রান দিয়ে লঙ্কান ব্যাটারদের চাপেও রাখতে সক্ষম হন এই পেসার। সেরাটা দেয়ার চেষ্টায় শেষদিকে পায়ে টান পড়েছে তার। ৮.৪ ওভার করে ইনিংস শেষ হওয়ার আগেই উঠে যেতে হয়েছে। তবে প্রাথমিক শুশ্রুষা নিয়ে মাঠে ফিরেই লঙ্কানদের শেষ ক্যাচ নেন সাকিব।

তবে কিপটে বোলিংয়ে রান আটকে দেয়ার আসল কাজ করেছেন মেহেদি হাসান মিরাজ। ১০ ওভারে ১ উইকেট নেয়া মিরাজ মাত্র ৩৩ রান দিয়েছেন। তবে খরুচে ছিলেন অপর স্পিনার তাইজুল ইসলাম। ৮ ওভারে ৫৪ রান দিয়েছেন তিনি। তবে পড়ন্ত বিকেলে গরম একটু কমতেই ছন্দ ফিরে পান তাসকিন ও শরিফুল। লোয়ার অর্ডার থেকে লেজের সারির চার ব্যাটারকে ফিরিয়েছেন দুজনে। তাদের ২টি করে উইকেটে শেষ ওভারগুলোতে বড় রান তুলতে পারেনি শ্রীলঙ্কা।

জোড়া উইকেট ছাড়াও তাসকিন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে ফেরান। শরিফুলও নেন ৩ উইকেট।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৯ বলে ৬৭ রান করেন জানিথ লিয়ানাগে। মেন্ডিস ৭৫ বলে করেন ৫৯। এছাড়া সর্বোচ্চ ৭১ রানের জুটি আছে প্রথম উইকেটে। পাথুম নিশাঙ্কা ২৮ বলে ৩৬ ও আভিস্কা ফার্নান্দো ৩৩ বলে করেন ৩৩ রান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত