Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

শান্ত-মুশফিকের ব্যাটে লড়ছে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে ফিফটি শান্তর ব্যাটে। ছবি : ক্রিকইনফো।
শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে ফিফটি শান্তর ব্যাটে। ছবি : ক্রিকইনফো।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তুলেছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ। এক অভিজ্ঞ সতীর্থ ফিরলেও অপর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে ২৫ ওভার শেষে ৪ উইকেটে ১৪৬ রানে নিয়ে এসেছেন অধিনায়ক।

৯২ রানে অভিজ্ঞ সতীর্থ মাহমুদউল্লাহকে হারানোর পর সঙ্গী হিসেবে পেয়েছেন অপর অভিজ্ঞ ব্যাটারকে। মুশফিকের রহিমকে নিয়েই এগিয়ে চলছেন দারুণ ভাবে। ২৫ ওভার পর্যন্ত ৫৪ বলে ৫৪ রান তার। মুশফিক অপরাজিত আছেন ২১ বলে ১৫ রানে। দুজনের জুটি ৩৪ রানের।

তাতে ২৫ ওভার শেষে শ্রীলঙ্কার চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। নিজেদের ইনিংসে এই সংখ্যক ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ৩ উইকেটে ১২৬।

নতুন বলের সুইংটা বুঝে উঠতে পারেননি বাংলাদেশের টপঅর্ডাররা। বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতায় রান তাড়ার শুরুতেই বিপথে চলে যেতে হয়। লিটন দাস ইনিংসে মুখোমুখি হওয়া প্রথম বলেই ইনসাইডেজ হয়ে বোল্ড হন। তার গোল্ডেন ডাকের পর ভুল শটে ৯ বলে ৩ করে ফিরে যান সৌম্য সরকারও।

টি-টোয়েন্টি সিরিজের মতো লিটন-সৌম্য ওপেনিং জুটিতে ভরসা রেখে প্রথম ওয়ানডেতে স্বস্তির কিছু পেল না বাংলাদেশ। দুই ওপেনারকে হারানোর রেশ কাটতে না কাটতেই তিনে নামা তাওহিদ হৃদয় ফিরলেন বোল্ড হয়ে। ৮ বলে ৩ রান করে প্রমোদ মাদুসানের বল বুঝতেই পারেননি। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল হৃদয়ের অফস্ট্যাম্প উড়িয়ে দেয়।

ওই অবস্থা থেকে কক্ষপথে ফিরতে বেশি সময় লাগেনি বাংলাদেশের। অভিজ্ঞতার ঝাঁপি খুলে মাহমুদউল্লাহ নতুন অধিনায়ক শান্তকে নিয়ে গড়ে তোলেন ৬৯ রানের জুটি। দারুণ জুটি পথ হরায় মাহমুদউল্লাহ উড়িয়ে মারতে গিয়ে মিস টাইমে ৩৭ বলে ৩৭ রানে আউট হলে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত