শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বিপিএল থেকেই আলোচনা চলছিল বাংলাদেশ শিবিরে। ডেভিড হেম্প এমনটাই জানালেন। আলোচনা একটাই – টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিততে হবে। টি-টোয়েন্টি সিরিজে সেই লক্ষ্য পূরণ হয়নি। ওয়ানডেতে প্রথম ম্যাচ জিতে যাওয়ায় এই সিরিজ কোন ভাবেই হাতছাড়া হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।
প্রথম ম্যাচে দারুণ আত্মবিশ্বাসী জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচেও একই ফলের প্রত্যাশা রাখছেন ডেভিড হেম্প। গতকাল ভিডিও বার্তায় জানালেন, “আমরা শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আগে থেকেই আলোচনা করছিলাম। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চেয়েছি। লক্ষ্য অবশ্যই এটা থাকবে সবসময় সব সিরিজে। আমরা এই কালচারটা তৈরি করার চেষ্টা করছি।”
বাংলাদেশ দলের নতুন কালচার সম্পর্কে হেম্প বলেন, “আমরা চাচ্ছি যে দল হিসেবে বা ব্যক্তি হিসেবে যে যেই কাজ করবে সেটা যেন শেষ করে আসে। যেমন শান্ত প্রথম ম্যাচে লম্বা ইনিংস খেলেছে, সেঞ্চুরি পেয়েছে এবং ম্যাচটাও শেষ করে এসেছে। এটাই আমরা টি-টোয়েন্টিতে পারিনি এবার ওয়ানডেতে দল হিসেবে সিরিজটা জিতে শেষ করতে চাই।”
সিরিজ জয়ের প্রশ্নে আজ শ্রীলঙ্কার চেয়ে এগিয়েই থাকবে বাংলাদেশ। অবশ্য প্রথম ম্যাচে যেমন টস জয় বড় প্রভাবক ছিল আজও তার পুনরাবৃত্তি হবে। গত ম্যাচে রাতের শিশিরের কারণে লঙ্কান বোলারদের বল গ্রিপ করা কঠিন ছিল। তাই ভালো সুইং বা টার্ন করাতে পাননি বোলাররা।
তবে আজকের উইকেটটা একটা ভিন্ন হবে ম্যাচের শুরুতে। গতকাল চট্টগ্রামেও বৃষ্টি হয়েছে। পিচ কাভারে ঢাকা থাকায় ম্যাচের শুরুতে ময়েশ্চার থাকবে। নতুন বলে পেসাররা পাবেন সুবিধা। তাতে আগে ব্যাট করা দলকে কম রানে আটকে রাখার সুযোগ থাকবে বোলিং দলের।
এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে ১০০ উইকেট নেয়ার মাইলফলক ছুঁবেন তাসকিন আহমেদ। দেশের হয়ে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করা সপ্তম বোলার হতে ২ উইকেট চাই তার। নিজের মাইলফলক ছাপিয়ে সিরিজ জয়েই নজর রাখছেন এই পেসার।
পাশাপাশি শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করারও স্বপ্ন তার, “এটা যদি জিততে পারি (দ্বিতীয় ম্যাচ) তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। তবে পরের ম্যাচটাই মূল দৃষ্টি থাকবে আমাদের এবং আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব।”
গত ম্যাচে পায়ে টান পড়েছিল পেসার তানজিম হাসান সাকিবের। তবে প্রাথমিক শুশ্রুষা নিয়ে ম্যাচে ফিরেছিলেন তিনি। সাকিবের মারাত্মক কিছু হয়নি। তবে একটি জায়গায় বদল আসতে পারে। গত ম্যাচে তাইজুল ইসলাম কার্যকর ছিলেন না। তার জায়গায় সুযোগ পেতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়া অন্যান্য পজিশনে কোনো বদল হওয়ার সম্ভাবনা কম।
আজ জিতলে লঙ্কানদের সঙ্গে নিজেদের ইতিহাস সমৃদ্ধ করা হবে বাংলাদেশের। এই প্রতিপক্ষের সঙ্গে মোট ৯ সিরিজে ছয় হারের বিপরীতে আছে মাত্র ১টি সিরিজ জয়ের আনন্দ। ড্র দুটিতে। আজ সিরিজ জয়ের সংখ্যাটা দুইয়ে নিতে চাইবে বাংলাদেশ।