Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

এবার টস জিতে ফিল্ডিং নিল শ্রীলঙ্কা

টস
[publishpress_authors_box]

গত ম্যাচের ভুল এবার করেনি শ্রীলঙ্কা। সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং নিয়েছিল তারা। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে দলের বোলারদের বেশ ভুগতে হয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে তাই টস জিতে সরাসরি ফিল্ডিং নিলেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।

আগে ব্যাটিং পাওয়ায় বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডেতে দুই চ্যালেঞ্জ অপেক্ষা করছে। গত রাতে বৃষ্টি হওয়ায় চট্টগ্রামের পিচ ছিল কাভারে ঢাকা। নিশ্চিত ভাবেই আজ নতুন বলে শুরুর ওভারগুলোতে সুইং করানো সুবিধা পাবেন লঙ্কান পেসাররা।

এছাড়া ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ বোলারদের লড়তে হবে শিশিরের সঙ্গে। গত ম্যাচে শিশির বেশি থাকায় লঙ্কান স্পিনার ও পেসারদের বল গ্রিপ করতে বেশ বেগ পেতে হয়। বাংলাদেশ পেসার-স্পিনারদের এবার সেই চ্যালেঞ্জে পড়তে হবে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা মাহেশ থিকসানার বদলে একাদশে জায়গা দিয়েছে দুনিথ ভেল্লালাগেকে। আজকের ম্যাচে ওয়ানডেতে শততম উইকেট থেকে মাত্র দুই শিকার দূরে থেকে নামছেন তাসকিন আহমেদ।  

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা : পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রামোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা, লাহিরু থিরিমানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত