Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

দারুণ শুরুর পর সৌম্য-মাহমুদুল্লাহকে হারাল বাংলাদেশ

দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন সৌম্য ও শান্ত। ছবি : বিসিবি।
দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন সৌম্য ও শান্ত। ছবি : বিসিবি।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের ২৫তম ওভার শেষে ৪ উইকেটে ১৪১ রান সংগ্রহ করেছে নাজমুল হোসেন শান্তর দল। উইকেটে হৃদয় ২৪ রানে অপরাজিত ও মুশফিকুর রহিম ৪ রানে অপরাজিত।

ইনিংসের প্রথম ওভারেই আগের ম্যাচের মতো লিটন দাসকে হারায় বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে ডাক মারলেন লিটন। পার্থক্য এবার ৩ বল খেলেছেন। গত ম্যাচে প্রথম বলেই আউট ছিলেন। এতে করে ক্যারিয়ারে ১৪তম বার ০ রানে ফিরলেন লিটন।

প্রথম ওভারেই লিটকে হারানোর পর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাজমুল শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে লড়াই ফিরিয়ে দেয়। কিন্তু ২২তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার জোড়া আঘাতে আবারও ব্যাকফুটে বাংলাদেশ। মেডেন ওভারটিতে সেট হয়ে যাওয়া সৌম্য ও গত ম্যাচে ভালো করা মাহমুদউল্লাহকে তুলে নেন ওই লেগি।

এর আগে শান্ত-সৌম্যর ব্যাটে ভালো অবস্থানে ছিল স্বাগতিকরা। শান্ত টানা দ্বিতীয় ম্যাচে ভালো ইনিংসের সম্ভাবনা জাগান। তবে ৩৯ বলে স্বতঃস্ফূর্ত ৪০ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। সৌম্যর সঙ্গে ৭৫ রানের দারুণ জুটির সমাপ্তি হয়।

অধিনায়কের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয়ে আরও একটি ভালো জুটি উপহার দেন সৌম্য। দুজনে যোগ করেন ৫৫ রান। সৌম্য তুলে নেন ক্যারিয়ারের ১২তম হাফসেঞ্চুরি। তবে দারুণ খেলতে থাকা ইনিংসে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে আউট হন ৬৬ বলে ৬৮ রানে।

হাসারাঙ্গার এক বল পরেই উইকেটে আসা মাহমুদউল্লাহ আরও বড় ভুল করেন। উইকেট ছেড়ে সামনে এসে উড়িয়ে মারতে যান হাসারাঙ্গাকে। সহজ স্ট্যাম্পিংয়ে মাহমুদউল্লাহকে ০ রানে স্ট্যাম্পড করেন মেন্ডিস। এক ওভারেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত