Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নিসাঙ্কা ও আসালাঙ্কার ব্যাটে শ্রীলঙ্কার প্রতিরোধ

Capture
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশের দেয়া ২৮৭ রানের জয়ের লক্ষে নেমে ২৫ ওভার শেষে শ্রীলঙ্কা ৩ উইকেটে ১৪০ রান তুলেছে। ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কার জোড়া ফিফটিতে প্রতিরোধ গড়েছে সাফরকারীরা।

প্রথম ওয়ানডের পুনরাবৃত্তি যেন। ওই ম্যাচে দ্রুত বাংলাদেশের ৩ উইকেট পড়ে যায়। সেখান থেকে মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শুক্রবার একই ভূমিকায় নিশাঙ্কা ও আসালাঙ্কা। দুজনের শতরান ছাড়ানো জুটিতে বিপদ কাটিয়ে এগোচ্ছে লঙ্কানরা। ২৫ ওভার শেষে নিশাঙ্কা ৬০ ও আসালাঙ্কা ৬২ রানে অপরাজিত ছিলেন।

নতুন বলে যতটুকু চেপে ধরা যায় সেই চেষ্টা ছিল। শরিফুল ইসলাম ইনিংসের দ্বিতীয় ওভারেই সেই চেষ্টায় সফল হন। লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দোকে প্রথম বলেই ফেরান।

শুরুর ধাক্কা সামলে ৪২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল শ্রীলঙ্কা। কিন্তু পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নেন তাসকিন ও শরিফুল। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত