Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

২৫ ওভার শেষে সতর্ক শ্রীলঙ্কা

টানা তিন ওভারে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। ছবি : বিসিবি।
টানা তিন ওভারে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব। ছবি : বিসিবি।
[publishpress_authors_box]

সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা নিজেদের ইনিংসে ২৫ ওভার শেষে খুব বেশি রান তুলতে পারেনি। ৩ উইকেটে ১২৬ রান তাদের। তানজিদ হাসান সাকিবের ৩ উইকেটে হাত খুলে খেলতে পারেননি লঙ্কান ব্যাটাররা।

ইনিংসের শুরু থেকে উড়ন্ত সূচনাই পেয়েছিল শ্রীলঙ্কা। দুই ওপেনারের ব্যাটে ১০ ওভারে এসেছিল ৭১ রান। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে বড় স্কোরের স্বপ্ন দেখছিল সফরকারীরা।

১০ ওভার পর থেকেই চিত্র বদলে দেন পেসার তানজিম সাকিব। টানা তিন ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। অফস্ট্যাম্পের বাইরে সাকিবের একই লেন্থের বলে পরাস্ত হয়েছেন লঙ্কান ব্যাটাররা।

তিন উইকেট ছিল ক্যাচ আউট। ৩৩ রান করা আভিস্কা ফার্নান্দো ও ৩ রান করা সামারাবিক্রমা উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন আর ৩৬ রান করা পাথুম নিশাঙ্কা ক্যাচ দিয়েছেন স্লিপে সৌম্য সরকারকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত