সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ধুঁকছে শ্রীলঙ্কা। ৪০ ওভার শেষে দলটি ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান তৃুলেছে। ২৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান করেছিল তারা।
লঙ্কানদের লড়াকু সংগ্রহ এনে দিতে একাই লড়ছেন জানিথ লিয়ানাগে। ৭০ বলে ৫৫ রানে ব্যাটিং করছেন তিনি। ১৯ বলে ৫ রান করা বোলার মাহেশ থিকসানাকে নিয়ে ২০ রানের জুটি গড়েছেন অষ্টম উইকেটে।
বাংলাদেশ বোলারদের নিঁখুত লাইন-লেন্থে ইনিংসের শুরু থেকেই পথহারা লঙ্কান ব্যাটিং লাইন। আগের ম্যাচগুলোর মতো এবারও শুরুতেই উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরান বাংলাদেশ পেসাররা। ৪ ওভারের মধ্যে দুই ওপেনারকেই সাজঘরে পাঠান তাসকিন। এদিন নতুন বলে সবুজ পিচে তাসকিন আহমেদের বল হয়ে উঠেছিল দুর্বোধ্য।
তাই গত ম্যাচে সেঞ্চুরি করা পাথুম নিশাঙ্কা এবার ৮ বলে মাত্র ১ রান করে এলবিডব্লিউয়ের শিকার। ফর্ম হারানো আভিস্কা ফার্নান্দো আরও একবার ব্যর্থ হলেন ৬ বলে মাত্র ৪ রান করে।
উইকেটের সুবিধা নিয়ে একাদশে ফেরা মোস্তাফিজুর রহমানও নিজেকে ফিরে পেলেন। টি-টোয়েন্টি সিরিজে খরুচে বোলিং করা মোস্তাফিজ এ ম্যাচে রান কম দেয়ার পাশাপাশি দুই উইকেট তুলে নিয়েছেন।
২৫তম ওভারের শেষ বলে আগের ম্যাচে ভালো করা চারিথ আসালাঙ্কাকে ফেরান ফিজ। আসালাঙ্কা ৪৬ বলে ৫ চারে ৩৭ রান করে মুশফিককে ক্যাচ দেন। এর আগে সাদিরা সামারাবিক্রমাকেও মাত্র ১৪ রানে কট বিহাইন্ড করে আউট করেছেন মোস্তাফিজ।
দুই পেসারের মাঝে লেগ স্পিনার রিশাদ হোসেনও উইকেট নিয়েছেন। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম উইকেটে পরিণেত করেছেন এই তরুণ। ইনিংসে চারটি ক্যাচ নিয়েছেন মুশফিক।