Beta
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সিলেট বলেই বিশ্বাস বাংলাদেশের

trophy
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

সিলেট স্টেডিয়ামের ব্যাপারটাই আলাদা। সবুজে ঘেরা এই মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের রেকর্ড খুব সজীব। একদম স্টেডিয়াম লাগোয়া চা বাগানোর মতোই। পরিসংখ্যানে তাকালেই স্পষ্ট হবে ব্যাপারটি। এই মাঠে সব ফরম্যাট মিলিয়ে মোট ১৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ১০টি, হার ৫টি আর পরিত্যক্ত ১টি। এমন মাঠে আবার যখন ম্যাচ বিশ্বাস রেখে জয়ের স্বপ্ন করাই যায়।

শুক্রবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে সিলেটে। লঙ্কানদের বিপক্ষে টেস্টের ভালো কিছু পাওয়ার বিশ্বাসটা যে কেবল মাঠের অতীত রেকর্ডের কারণেই এমন না। সবশেষ টেস্টের সুখস্মৃতিও নাজমুল হোসেন শান্তদের সাহস দিচ্ছে। এ মাঠেই চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যাবধানে জিতেছিল বাংলাদেশ।

ক্রিকেটের বড় দল বলতে যা বোঝায় নিউজিল্যান্ড সেবার তা-ই ছিল। ২০২১ পথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়া কিউই দলের ছয় ক্রিকেটার ছিলেন ওই দলে। তাদের বিপক্ষে ১৫০ রানের দাপুটে জয় অবিশ্বাস্য। এমন না যে সিলেটের উইকেটে ছিল স্পিন বিষ, একদম পাটা ব্যাটিং উইকেটও নয়। শান্তর প্রথম নেতৃত্বে সেবার স্পোর্টিং উইকেটেই পারফরম করে ম্যাচ জেতে বাংলাদেশ।

সেই শান্তর নেতৃত্বে আবারও সিলেটে টাইগাররা। এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা টেস্টে অভিজ্ঞদের নিয়েই দল সাজিয়েছে। দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিনেশ চান্দিমালরা গত ১০ বছরে লঙ্কান দলের অন্যতম কান্ডারী। তাদের নিয়েই বাংলাদেশের বিপক্ষে ঝাঁঝালো দ্বৈরথে উত্তেজনা ছড়াবে সফরকারীরা।

বিপরীতে বাংলাদেশ আরও তরুন। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং অর্ডারে মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহানরা ছিলেন। এবার তাদের দুজন থাকছেন না প্রথম টেস্টে। মুমিনুল হকের আঙ্গুলের ইনজুরি ভালো হলে তার খেলার সম্ভাবনা আছে।

এই তারুণ্য নিয়েই অভিজ্ঞ শ্রীলঙ্কার সঙ্গে লড়াইয়ের পূর্ণ বিশ্বাস রাখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার কথায়, “দলে নতুন মুখ অনেক এসেছে। তারা সবাই দলে নতুন আবহও এনে দিয়েছে। নতুন উদ্যমটাই কাজে দিবে।” নতুনদের নিয়ে গড়া বাংলাদেশের প্রথম টেস্টের একাদশেও থাকবে চমক। একসঙ্গে দুই তরুণে তাওহিদ হৃদয়, নাহিদ রানার অভিষেক হওয়ার অপেক্ষা। এমনকি পেসার মুশফিক হাসানও অভিষেক টেস্ট ক্যাপ পেয়ে যেতে পারেন।

তরুণদের নিয়েই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় স্বপ্ন দেখছেন বলে জানান কোচ, “এই চক্রে আমরা বড় স্বপ্ন রাখছি। আমরা ঘরের সিরিজগুলোতে পাখির চোখ করতে চাই। এখানে সাফল্য আনতে চাই যেন টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে পারি। আমরা জানি চক্রের শেষদিকে আমরা খুবই উঁচুমানের টেস্ট দলগুলোর বিপক্ষে খেলবো। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে আমরা বড় চ্যালেঞ্জে পড়তে পারি। তার জন্য আমরা প্রস্তুত আছি।”

শ্রীলঙ্কা দলের বেশ কিছু ক্রিকেটারের সিলেট স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা নেই। সবশেষ ম্যাচের অভিজ্ঞতা টেনে লঙ্কানদের অচেনা কন্ডিশনে চেপে ধরতে চায় বাংলাদেশ।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত