৪৬ ওভারের শেষ বল, তানজিম হাসান সাকিবের স্পেলেরও শেষ বল। একটু খাট লেন্থে করেই ভুলটা করলেন সাকিব। সুযোগ পেয়ে ছক্কা মারতে ভুলেননি ভানিন্দু হাসারাঙ্গা। ওই এক ছক্কাতেই নাটকীয় মোড় নিতে থাকা ম্যাচ উত্তেজনা হারায়। বাংলাদেশের দেয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কার ৩ উইকেটের জয়ও সহজ হয়। এ জয়ে সিরিজেও ১-১ সমতা আছে সফরকারীরা।
সাকিবকে মারা ওই ছক্কার পর ভয় কেটে যায় হাসারাঙ্গার। পরের ওভারে তাইজুল ইসলামকে আরেকটি ছক্কা ও চার মেরে ম্যাচ জয় সহজ করেন। শেষ পর্যন্ত ২৫ রানে হাসারাঙ্গা ফিরলেও শ্রীলঙ্কা ততক্ষণে জয়ের প্রান্তে। চাপের মুখে ১৩ রান করা ভেল্লালাগেকে নিয়ে ৩৪ রানের জুটিতে ম্যাচ বের করে আনেন তিনি।
অথচ মিরাজ-তাসকিন-সাকিবদের দৃঢ়তায় ম্যাচে দারুণ ভাবে ফিরেছিল বাংলাদেশ। রাতের শিশিরে বল গ্রিপ করা কঠিন। নিঁখুত জায়গায় সঠিক সিমে বল করাও কঠিন। সেই চ্যালেঞ্জ উপেক্ষা করে ৩৭তম ওভারে মিরাজের উইকেটে স্বপ্ন দেখে বাংলাদেশ।
১৮৫ রানের জুটিতে বাংলাদেশ থেকে ম্যাচ ছিনিয়ে নেয়া সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কাকে থামান মিরাজ। ১১৪ রান করা এই ব্যাটারকে ফেরানোর পরের ওভারেই জুটির অপর ব্যাটার চারিথ আসালাঙ্কাকে ৯১ রানে ফেরান তাসকিন।
এ দুটি উইকেটে ম্যাচের চিত্র বদলে যায়। পরের ৬ ওভারে আরও একটি উইকেট এনে দেন সাকিব। তবে সপ্তম উইকেটে ৩৪ রানের জুটিতে ম্যাচ শেষ করেন হাসারাঙ্গা ও ভেল্লালাগে।
এর আগে প্রথম ওয়ানডের পুনরাবৃত্তি ছিল। ওই ম্যাচে দ্রুত বাংলাদেশের ৩ উইকেট পড়ে যায়। সেখান থেকে মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে শান্ত আর মুশফিকের ব্যাটে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
শুক্রবার শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসে একই চিত্র। ইনিংসের শুরুতে নতুন বলে যতটুকু চেপে ধরা যায় সেই চেষ্টা ছিল বাংলাদেশ পেসারদের। শরিফুল ইসলাম ইনিংসের দ্বিতীয় ওভারেই সেই চেষ্টায় সফল হন। লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দোকে প্রথম বলেই ফেরান।
শুরুর ধাক্কা সামলে ৪২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল শ্রীলঙ্কার। কিন্তু পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নেন তাসকিন ও শরিফুল। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা।
ওই অবস্থা থেকে ১৮৫ রানের বিশাল জুটিতে দলকে জয়ের পথে নিয়ে আসেন নিশাঙ্কা ও আসালাঙ্কা। নিশাঙ্কা ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে করেছেন ১১৩ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১৪ রান। আসালাঙ্কা সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে তাসকিনের বলে ক্যাচ আউট হন। তার ব্যাট থেকে আসে ৯৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৯১।
ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে দারুণ দিন কাটিয়েছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ার সেরা ৯৬ রানে দলকে এনে দিয়েছিলেন ২৮৬ রানের লড়াকু স্কোর। শেষ তিন ওভারে তাসকিনের সঙ্গে জুটি বেঁধে ৪৪ রান তোলেন। দুজনের জুটি ছিল ৫০ রানের। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোর পায় বাংলাদেশ।
শুরুতে সৌম্য সরকার ৬৮ রানে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এই কীর্তি গড়তে ৬৪ ইনিংস লেগেছে তার। এর আগে ৬৫ ইনিংসে ২ হাজার রান করে দ্রুততম ছিলেন শাহরিয়ার নাফিস।