চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরুতেও সুখকর কিছু নেই বাংলাদেশের। প্রথম সেশনে সাকিব আল হাসান ফিরিয়েছেন দিনেশ চান্দিমালকে। একটি সাফল্যই এসেছে শুধু। ১ উইকেট হারিয়ে এই সেশনে ১০৪ রান তুলেছে সফরকারীরা। ৫ উইকেটে ৪১১ রানে মধ্যাহ্ন বিরতিতে শ্রীলঙ্কা।
উইকেটে অপরাজিত গত টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ডি সিলভা ৭০ ও মেন্ডিস ১৭ রানে খেলছেন।
দিনের শুরুতে মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল সাগরপাড়ের স্টেডিয়ামের আকাশে। বেশ বাতাসও বইছিল। পেসারদের জন্য দারুণ কন্ডিশন। খালেদ আহমেদ ও হাসান মাহমুদ চেষ্টা করলেও কন্ডিশনের সুবিধা নিতে পারেননি। দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা ভালো ভাবেই সামলেছেন তাদের।
বাধ্য হয়ে স্পিনের দিকেই ঝুঁকতে হয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তাতে সাফল্য আসে। দলের ১০৬তম ওভারে সাকিব ফেরান ১০৪ বলে ৫৯ রান করা চান্দিমালকে। সাকিবের বাতাসে ভাসানো বলটিতে সামনের পায়ে খেলতে যান চান্দিমাল। বলের টার্ন মিস করেন। তার ব্যাটের বাইরের কানায় লেগে বল যায় লিটন দাসের গ্লাভসে। চান্দিমালকে ফ্লাইটের ফাঁদে ফেলে দারুণ ভাবে উইকেট তুলে নেন।
এই একটি সাফল্য ছাড়া পুরো সেশনেই লঙ্কান ব্যাটারদের দাপট সামলাতে হয়েছে বাংলাদেশ বোলারদের।