Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

শরিফুলকে নিয়ে অনিশ্চয়তা, জাকিরের আঙুলে আঘাত

শরিফুল
[publishpress_authors_box]

এমনিতেই পেসার সংকট বাংলাদেশ টেস্ট দলে। তরুণ পেসাররাই এখন ভরসা। অভিজ্ঞতার বিচারে এগিয়ে ছিলেন শরিফুল ইসলাম। তিনিও এবার শঙ্কায়। পিঠের ব্যথায় প্রথম টেস্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে পেসার আছেন চারজন- সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা। শরিফুলকে নিয়ে শঙ্কা থাকায় তরুণ এক পেসারের টেস্ট অভিষেক হতে পারে সিলেটে।

পিঠের ব্যথা নিয়ে খেলার শঙ্কা থাকলেও সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন শরিফুল। তবে তার খেলার সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী শরিফুলকে নিয়ে বলেছেন, “শরিফুলের পিঠের স্ক্যান করানো হয়েছে, আমরা বড় কোনও সমস্যা পাইনি। ও দলের সঙ্গে যোগ দিয়েছে, কিন্তু ম্যাচ খেলানো, না খেলানোর সিদ্ধান্ত ম্যানেজমেন্টের।”

শুক্রবার থেকে শুরু প্রথম টেস্ট। এই টেস্টের আগে চিন্তা আছে আরও। নেটে পেসার নাহিদ রানার বল সামলাতে বেগ পেতে হচ্ছে জাতীয় দলের ব্যাটারদের। রানার বল লেগে আঙুলে ব্যথা পেয়েছেন জাকির হাসান। তবে তা গুরুতর নয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত