Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

টস জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ

নারী দল
[publishpress_authors_box]

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম নারী দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া নারী দলকে মিরপুরের অচেনা উইকেটে কঠিন পরীক্ষায় ফেলতে চান নিগার সুলতানা জ্যোতিরা। মেঘলা আবহাওয়ার দিনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তে দ্বিধা করেননি অধিনায়ক।

এই প্রথম মিরপুরে খেলছে অস্ট্রেলিয়া নারী দল। ২০১৪ সালে তারা বাংলাদেশে খেললেও ম্যাচগুলো ছিল সিলেটে। মিরপুরের পিচ এমনিতেই উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য রহস্য। অস্ট্রেলিয়া নারী দলের ব্যাটারদেরও এই রহস্যে পড়তে হচ্ছে বৃহস্পতিবার।

বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্পিনারদের হুমকি বলেছিলেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। প্রত্যাশিত ভাবে ম্যাচে হুমকির মধ্যেই পড়তে হচ্ছে তাকে। একাদশে মোট ৬ স্পিনার রেখেছে বাংলাদেশ। পেসার শুধু মারুফা আকতার।

বাংলাদেশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ফারজানা হক, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, রিতু মনি, স্বর্ণা আকতার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আকতার, সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া : অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিসা পেরি, বেথ মুনি, থালিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, অ্যালানা কিং, কিম গ্রাথ, মেগান স্কাট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত